Ruqyah Support BD

বদনজরের প্রাথমিক রুকইয়াহ

নিজের উপর কোন কারণে বদনজর লেগেছে আশংকা করলে প্রাথমিকভাবে নিচের নিয়মে রুকইয়াহ করতে পারেন।

রুকইয়াহ শোনা বা পড়া

রুকইয়াহ পিডিএফ থেকে বদনজরের রুকইয়াহ শীর্ষক পিডিএফ ফাইলটা (৭নং ফাইল – বদনজরের রুকইয়াহ – পিডিএফ) নামিয়ে ওখানের আয়াতগুলো পড়বেন নজর দূর করার নিয়তে। সকালে ৩০ মিনিট আর সন্ধ্যায় ৩০ মিনিট পড়তে পারেন।

যদি এটা না পারেন তবে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ইখলাস, ফালাক, নাস ৩০ মিনিট করে পড়বেন, হাতের তালুতে ফুঁ দিয়ে গা মুছবেন।

যদি এসবও পড়তে না পারেন তবে রুকইয়াহ অডিও থেকে ১ নং অডিও – বদনজর (Evil Eye) | বদনজরের রুকইয়াহ বা ২ নং অডিও – বদনজর (Eye Hasad) যেকোন একটা দিনে ২ বার করে শুনবেন।

রাতে ভয় পাওয়া, আশেপাশে কারো উপস্থিতি আছে মনে করা, ভয়ের স্বপ্ন দেখা এসব সমস্যা থাকলে উপরের সাজেশনের সাথে অতিরিক্ত হিসেবে সুরা ইয়াসিন, সফফাত, দুখান, জ্বিন পড়বেন অথবা রুকইয়াহ অডিও থেকে ৮ নং অডিও – আট সুরার রুকইয়াহ শুনবেন প্রতিদিন।

গোসলঃ

গোসলের পানিতে হাত রেখে

  • দুরুদ শরিফ,
  • ফাতিহা,
  • আয়াতুল কুরসি,
  • ৩ কুল

পড়বেন ৭বার করে। এরপরে আবার দুরুদ শরীফ ৭বার পড়বেন। এরপরে ঐ পানি দিয়ে গোসল করে নিবেন। যদি ৭বার পড়তে না পারেন তবে ৩ বার করে, তাও না পারলে ১বার করে পড়লেও হবে।

যদি এটাও না পারেন তবে ফাতিহা, আয়াতুল কুরসি, ৩ কুল পড়ে পানিতে ফুঁ দিয়ে গোসল করে নিবেন

অন্যান্যঃ


রুকইয়াহ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আগে এই পোস্টে উত্তর খুঁজবেন – রুকইয়াহ বিষয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর : FAQ

ওখানে উত্তর না পেলে প্রশ্ন করবেন।

এই লেখাটি সংক্ষেপিত। বিস্তারিত এখানে – বদনজরের জন্য যেভাবে রুকইয়াহ করবেন

বদনজরের লক্ষণ, বেঁচে থাকার উপায় ও রুকইয়ার বিভিন্ন পদ্ধতি বিস্তারিত জানতে এই গাইডটি পড়ুন – সেলফ রুকইয়াহ গাইড (বদনজর)

65295799 557578767981834 7654476013258145792 n বদনজরের প্রাথমিক রুকইয়াহ

মন্তব্য করুন