Ruqyah Support BD

সকল সমস্যায় অনুসরণযোগ্য প্রাথমিক পরামর্শ

সবার জন্য সব ধরণের সমস্যায় অনুসরণযোগ্য প্রাথমিক পরামর্শ

১. সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস- সবগুলো ৩বার করে পড়ে পানিতে ফুঁ দিয়ে প্রতিদিন ২/৩বেলা খাবেন আর গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন।
২. সকাল-সন্ধ্যা এবং ঘুমের আগের হিফাজের আমল গুরুত্বের সাথে পালন করবেন. মাসনুন দুয়া পড়তে ক্লিক করুন

৩. বেশি বেশি ইস্তেগফার করবেন আর সমস্যা ভালো হওয়ার জন্য দোয়া করবেন।

৪. (সমস্যা বেশি থাকলে) সাধারণ রুকইয়ার আয়াতগুলো প্রতিদিন আধাঘন্টার মত তিলাওয়াত করবেন অথবা যেকোন ক্বারির তিলাওয়াত শুনবেন।

রুকইয়ার সব আয়াত পড়া সম্ভব না হলে শুধু “সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস“- এগুলোই ১৫-২০মিনিট ধরে বারবার পড়ে নিজেকে ফুঁ দিবেন, দুই হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মুছে নিবেন।


এক সপ্তাহ এভাবে রুকইয়াহ করে গ্রুপে আপডেট জানান।

নোটঃ

  • যাদের জ্বিন, জাদু, বদনজর এধরনের সমস্যা আছে মনে করছেন, তাঁরা যে কেউ এটা নিশ্চিন্তে ফলো করতে পারেন। সমস্যা কমুক অথবা বাড়ুক, ভয়ের কিছু নেই।
  • এই সাজেশন এক সপ্তাহ ফলো করার পরেও যদি আপনার সমস্যা বাকি থাকে, তাহলে গ্রুপে আপডেট জানাবেন।তাহলে ইনশাআল্লাহ নতুন পোস্টের চেয়ে অনেক তাড়াতাড়ি উত্তর পাবেন। আর আমাদের জন্যও সহজ হবে। শুধু শুরুতে বলবেন
    ( # আপডেট আমি প্রাথমিক পরামর্শ ১ এক সপ্তাহ ফলো করেছি..)
  • রুকইয়াহ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আগে এই পোস্টে উত্তর খুঁজবেন – রুকইয়াহ বিষয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর : FAQ
  • ওখানে উত্তর না পেলে গ্রুপে প্রশ্ন করবেন।

বাচ্চাদের সমস্যার জন্য দেখুন- বাচ্চাদের সমস্যার জন্য প্রাথমিক রুকইয়াহ

66628089 567264247013286 4196999976741502976 n সকল সমস্যায় অনুসরণযোগ্য প্রাথমিক পরামর্শ

মন্তব্য করুন