কারো সম্পর্ক নষ্টের জন্য যাদু/তাবিয করা হয়েছে মনে করলে প্রাথমিক ভাবে যেভাবে রুকইয়াহ করবেন
- রুকইয়াহ ১/২ সপ্তাহ করে ভাল হয়ে গেলে আলহামদুলিল্লাহ।
- ভাল না হলে আর অভিজ্ঞ এডমিনদের পরামর্শ দরকার মনে করলে আপনার সমস্যা সংক্ষেপে লিখে অবস্থা জানিয়ে পোস্ট করবেন।
রুকইয়াহ শোনা বা পড়া
১। সুরা ইয়াসিন, সফফাত, দুখান, জ্বিন, যিলযাল, ইখলাস, ফালাক, নাস এগুলো প্রতিদিন ২/৩ বার করে পড়া। পড়তে না পারলে ৮ সুরার রুকইয়াহ (রুকইয়াহ অডিও থেকে ৮ নং অডিও – আট সুরার রুকইয়াহ) শোনা ২/৩ বার। আরো বেশি শুনতে পারলে ভাল, কম শুনলেও হবে ইনশা আল্লাহ্।
২। আয়াতুল কুরসির রুকইয়াহ (রুকইয়ার অডিও থেকে ৯নং অডিও – আয়াতুল কুরসির রুকইয়াহ)) শোনা দিনে ২/৩ বার অথবা ৩০ থেকে ৬০ মিনিট আয়াতুল কুরসি পড়া।
৩। ১০০বার করে ইস্তেগফার আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। বেশি পড়তে পারলে আরো ভাল।
أَسْتَغْفِرُ اللّٰهَ
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِٱللَّٰهِ
পানি খাওয়া
৭/১০ দিনের জন্য খাওয়ার পানি একবারে তৈরি করে নিতে পারেন। দিনে ২ গ্লাস করে যত পানি দরকার অতটুকু পানি নিয়ে তাতে
- সুরা ফাতিহা
- সুরা বাকারাহ ১০২ নং আয়াত
- আয়াতুল কুরসি
- আরাফ ১১৭-১২২ নং আয়াত
- ইউনুস ৮১-৮২ নং আয়াত
- তহা ৬৯ নং আয়াত
- সুরা ফালাক
- সুরা নাস
১/৩/৭ বার করে পড়ে পানিতে ফুঁ দিবেন। এরপরে এই পানি থেকে সকাল/বিকাল ১ গ্লাস করে খাবেন।
চাইলে “রুকইয়ার আয়াত, দোয়া এবং অন্যান্য পিডিএফ” থেকে এগুলো সহজে পড়তে পারবেন।
রুকইয়াহ গোসল
খাওয়ার পানি তৈরি করার মত করে গোসলের পানিতে আয়াতগুলো পড়ে ফু দিবেন। এরপরে ঐ পানি দিয়ে গোসল করবেন। মেয়েদের পিরিয়ডের সময় পড়তে না পারলে বা এমনিতে সময় কম থাকলে খাওয়ার ঐ পানি থেকেই ১ গ্লাসের মত পানি মিশিয়ে গোসল করবেন।
এছাড়াও এই গোসলের বদলে বরই পাতার গোসলটা করতে পারেন যদি সুযোগ পান। নিয়ম দেখুন – জাদুর চিকিৎসায় বরই পাতার গোসল
অন্যান্য আমল
- সুরক্ষার আমলগুলি করবেন সকাল/সন্ধ্যা ও ঘুমের আগে । মাসনুন দুয়া পড়তে ক্লিক করুন
- গুনাহ থেকে দূরে থাকবেন যথাসম্ভব।
- ফরজ, ওয়াজিবগুলো ভালভাবে আদায় করবেন। পর্দা করাও ফরজ। সুন্নাহর উপর থাকতে চেষ্টা করবেন
- বেশি বেশি দুয়া করবেন আল্লাহর কাছে যেন শিফা দান করেন।
- যাকে যাদু করা হয়েছে তিনি যদি রুকইয়াহ না করতে চান তবে সুযোগ হলে তাকে পানি পড়া খাওয়াবেন উপরের নিয়মে পানি তৈরি করে এবং গোসল করাবেন। এটাও না পারলে তার নিয়তে অন্য কেউ রুকইয়াহ করবেন।
- যত ধরনের তাবিয গায়ে/ঘরে আছে নষ্ট করে নিবেন আগে – জাদুর জিনিস বা তাবিজ নষ্ট করার নিয়ম
- রুকইয়াহ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আগে এই পোস্টে উত্তর খুঁজবেন – রুকইয়াহ বিষয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর : FAQ
ওখানে উত্তর না পেলে প্রশ্ন করবেন।
এই যাদুর লক্ষণসহ আরো কিছু বিস্তারিত জানতে ভিজিট করে এই লেখাটি পড়ুন
সম্পর্ক নষ্টের যাদুর রুকইয়াহ
মন্তব্য করুন