বিয়ে আটকে রাখার যাদুর জন্য প্রাথমিক সাজেশন

তাবিয বা যাদু করে কেউ আপনার বিয়ে আটকে রেখেছে মনে করলে নিচের নিয়মে রুকইয়াহ করবেন।


রুকইয়াহ পড়া বা শোনা

১। আয়াতুল কুরসি। রুকইয়ার অডিও (৯নং অডিও – আয়াতুল কুরসির রুকইয়াহ) শুনবেন ১ ঘন্টা অথবা নিজে পড়বেন ১ ঘন্টা। শোনা বা পড়ার সময় বেশি দিতে পারলে ভাল, কম দিলেও ফায়দা হবে ইনশা আল্লাহ
২। ৩ কুল (সুরা ইখলাস, ফালাক, নাস)। রুকইয়াহ অডিও (৭নং অডিও – তিনকুল এর রুকইয়াহ)শুনবেন ১ ঘন্টা অথবা নিজে পড়বেন এক ঘন্টা। ফালাক, নাস বেশি পড়তে পারেন অপেক্ষাকৃত।

এগুলোর সাথে যদি সম্ভব হয় তবে শায়খ লুহাইদানের রুকইয়াহ (২০ নং অডিও ) ১বার করে শুনতে পারেন।
লিংকঃ রুকইয়াহ অডিও ডাউনলোড


পানি খাওয়া

দিনে ২ গ্লাস করে ৭/১০ দিনের জন্য যত পানি লাগে অত পানি নিয়ে তাতে

  • সুরা বাকারাহ ১০২ নং আয়াত
  • আয়াতুল কুরসি
  • আরাফ ১১৭-১২২ নং আয়াত
  • ইউনুস ৮১-৮২ নং আয়াত
  • তহা ৬৯ নং আয়াত
  • সুরা ফালাক
  • সুরা নাস

১/৩/৭ বার করে পড়ে পানিতে ফুঁ দিবেন। এরপরে এই পানি থেকে সকাল/বিকাল ১ গ্লাস করে খাবেন।


রুকইয়াহ গোসল

উপরে খাওয়ার পানি তৈরি করতে যে আয়াতগুলো পড়েছেন সেগুলো গোসলের পানিতে একবার করে পড়ে ফুঁ দিয়ে ঐ পানি দিয়ে গোসল করে নিবেন। যদি পড়তে না পারেন তবে আগের তৈরি করা খাওয়ার পানি থেকে ১ গ্লাস পানি নিয়ে গোসলের পানিতে মিশিয়ে গোসল করে নিবেন।

আপনার সুযোগ থাকলে আপনি বরই পাতার গোসলটা করতে পারেন এর বদলে। নিয়ম দেখুন – জাদুর চিকিৎসায় বরই পাতার গোসল

অন্যান্যঃ

  • সুরক্ষার আমলগুলি করবেন সকাল,সন্ধ্যা আর ঘুমের আগে – মাসনুন দুয়া পড়তে ক্লিক করুন
  • ফরজ, ওয়াজিবগুলো ভালভাবে আদায় করবেন। পর্দাও ফরজ।
  • প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করবেন।
  • সকালে সুরা ইয়াসিন আর রাতে সুরা মুলক পড়তে চেষ্টা করবেন।
  • গুনাহ থেকে দূরে থাকবেন। গুনাহ হয়ে গেলেই তাওবা করে নিবেন।
  • রুকইয়াহ করতে গিয়ে গা ব্যথা হলে অলিভ অয়েল বা কালোজিরার তেলে খাওয়ার পানি তৈরির সময় যে আয়াতগুলো পড়েছেন সেসব পড়ে ফুঁ দিয়ে ঐ তেল ব্যথার জায়গায় লাগাবেন।
  • রুকইয়াহ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আগে এই পোস্টে উত্তর খুঁজবেন – রুকইয়াহ বিষয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর : FAQ

ওখানে উত্তর না পেলে প্রশ্ন করবেন।
রুকইয়ার অডিওগুলো পাবেন এখানে – রুকইয়াহ অডিও ডাউনলোড

এই যাদুর লক্ষণ ও রুকইয়ার ব্যাপারে বিস্তারিত জানতে আপনার এই লেখাটি পড়া উচিত
সেলফ রুকইয়াহ গাইড (বিয়েশাদির সমস্যা)

64694540 557589704647407 1904903066193231872 n বিয়ে আটকে রাখার যাদুর জন্য প্রাথমিক সাজেশন

মন্তব্য করুন