তাবিয বা যাদু করে কেউ আপনার বিয়ে আটকে রেখেছে মনে করলে নিচের নিয়মে রুকইয়াহ করবেন।
রুকইয়াহ পড়া বা শোনা
১। আয়াতুল কুরসি। রুকইয়ার অডিও (৯নং অডিও – আয়াতুল কুরসির রুকইয়াহ) শুনবেন ১ ঘন্টা অথবা নিজে পড়বেন ১ ঘন্টা। শোনা বা পড়ার সময় বেশি দিতে পারলে ভাল, কম দিলেও ফায়দা হবে ইনশা আল্লাহ
২। ৩ কুল (সুরা ইখলাস, ফালাক, নাস)। রুকইয়াহ অডিও (৭নং অডিও – তিনকুল এর রুকইয়াহ)শুনবেন ১ ঘন্টা অথবা নিজে পড়বেন এক ঘন্টা। ফালাক, নাস বেশি পড়তে পারেন অপেক্ষাকৃত।
এগুলোর সাথে যদি সম্ভব হয় তবে শায়খ লুহাইদানের রুকইয়াহ (২০ নং অডিও ) ১বার করে শুনতে পারেন।
লিংকঃ রুকইয়াহ অডিও ডাউনলোড
পানি খাওয়া
দিনে ২ গ্লাস করে ৭/১০ দিনের জন্য যত পানি লাগে অত পানি নিয়ে তাতে
- সুরা বাকারাহ ১০২ নং আয়াত
- আয়াতুল কুরসি
- আরাফ ১১৭-১২২ নং আয়াত
- ইউনুস ৮১-৮২ নং আয়াত
- তহা ৬৯ নং আয়াত
- সুরা ফালাক
- সুরা নাস
১/৩/৭ বার করে পড়ে পানিতে ফুঁ দিবেন। এরপরে এই পানি থেকে সকাল/বিকাল ১ গ্লাস করে খাবেন।
রুকইয়াহ গোসল
উপরে খাওয়ার পানি তৈরি করতে যে আয়াতগুলো পড়েছেন সেগুলো গোসলের পানিতে একবার করে পড়ে ফুঁ দিয়ে ঐ পানি দিয়ে গোসল করে নিবেন। যদি পড়তে না পারেন তবে আগের তৈরি করা খাওয়ার পানি থেকে ১ গ্লাস পানি নিয়ে গোসলের পানিতে মিশিয়ে গোসল করে নিবেন।
আপনার সুযোগ থাকলে আপনি বরই পাতার গোসলটা করতে পারেন এর বদলে। নিয়ম দেখুন – জাদুর চিকিৎসায় বরই পাতার গোসল
অন্যান্যঃ
- সুরক্ষার আমলগুলি করবেন সকাল,সন্ধ্যা আর ঘুমের আগে – মাসনুন দুয়া পড়তে ক্লিক করুন
- ফরজ, ওয়াজিবগুলো ভালভাবে আদায় করবেন। পর্দাও ফরজ।
- প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করবেন।
- সকালে সুরা ইয়াসিন আর রাতে সুরা মুলক পড়তে চেষ্টা করবেন।
- গুনাহ থেকে দূরে থাকবেন। গুনাহ হয়ে গেলেই তাওবা করে নিবেন।
- রুকইয়াহ করতে গিয়ে গা ব্যথা হলে অলিভ অয়েল বা কালোজিরার তেলে খাওয়ার পানি তৈরির সময় যে আয়াতগুলো পড়েছেন সেসব পড়ে ফুঁ দিয়ে ঐ তেল ব্যথার জায়গায় লাগাবেন।
- রুকইয়াহ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আগে এই পোস্টে উত্তর খুঁজবেন – রুকইয়াহ বিষয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর : FAQ
ওখানে উত্তর না পেলে প্রশ্ন করবেন।
রুকইয়ার অডিওগুলো পাবেন এখানে – রুকইয়াহ অডিও ডাউনলোড
এই যাদুর লক্ষণ ও রুকইয়ার ব্যাপারে বিস্তারিত জানতে আপনার এই লেখাটি পড়া উচিত
সেলফ রুকইয়াহ গাইড (বিয়েশাদির সমস্যা)

মন্তব্য করুন