তাবিজ কোথায় খুজব? কিভাবে খুজব?

পরামর্শ দেয়ার সময় প্রায়ই তাবিজ খোজার কথা বলি। খোজার পর পাওয়া গেলে যেন নষ্ট করে নিয়মমত সেটাও বলে দেই। তখন এই জাতীয় প্রশ্ন অনেকে করে। অথচ নিজেরা একটু চিন্তা করে বুঝা যায় কিভাবে খুজতে হবে। বুঝানোর জন্য আমি বলি, ধরেন আপনার বাসা পুলিশ তল্লাশি করবে, তারা কিভাবে তল্লাশী করে? পুরো বাসা উলট পালট করে, তছনছ করে ফেলে। আরও, বলি ধরেন আপনার মূল্যবান কোনও অলংকার হারিয়ে গিয়েছে, আপনি কিভাবে খুজবেন? গুরুত্বপূর্ণ কোনো কাগজ হারিয়েছে ঘরে, কিভাবে খুজবেন? পুরো বাসা তোলপাড় করে ফেলবেন না? সেভাবেই খুজবেন।

এক ব্যক্তি গত কয়েকদিন ধরে তাবিজের জন্য বাসা তছনছ করে ফেলেছে। বিস্ময়করভাবে প্রায় ৫০ টা তাবিজ পেয়েছে! কিছুদিন আগে এই ব্যাপারে একটা ছবি পোস্ট করেছিলাম। এখনও তাবিজ নানা জায়গায় পাওয়া যাচ্ছে। কাজেই খোজার মত খুজতে হবে। আলসেমি করে কোথায় খুজব, এটাতো ঝামেলা- এমন ভাবা যাবে না। করলে আপনার লস, আমারতো কিছু না।

১। তাবিজ খোজা শুরু করার আগে আল্লাহর সাহায্য চাইবেন। সব রকম তাবিজ যেন আল্লাহ তায়ালা মিলিয়ে দেন, পাইয়ে দেন, খুব দুআ করবেন। চাইলে প্রতিদিনই করতে পারেন, করা উচিত।

২। এরপর শুরু করা যেতে পারে শোবার ঘর থেকে। বিছানা থেকে শুরু। বালিশ চেপে চেপে দেখেন। শক্ত, অস্বাভাবিক কিছু লাগে? লাগলে বের করুন।
তোশকে কোথাও কাটা নেই তো? সেলাই অন্যরকম লাগে? শক্ত-ধাতব কিছু লাগে? চেক করুন।
খাটের কাঠের জয়েন্টগুলো দেখেছেন? অনেক খাটে পাইপের মত থাকে। পাইপের ভিতরে চেক করেছেন?

৩। আলমারির কী অবস্থা? ওয়্যারড্রোব? কাপড়ের ভাজে ভাজে দেখুন। সব কাপড় নামিয়ে, চোরাগুপ্ত যত চেম্বার আছে ভাল মত চেক করুন।
৪। এভাবে পড়ার টেবিল, টেবিলের ড্রয়ার, রান্নাঘরের জিনিসপত্র, চুলাসহ অন্য সকল আসবাবপত্র পরীক্ষা করুন।
৫। জানালার কার্নিশ চেক করুন। বারান্দার কার্নিশ থাকলে চেক করুন।
৬। টব থাকলে টবের মাটি চেক করুন। খুড়ে দেখতে বলছি না। অস্বাভাবিক লাগলে খুড়ে দেখুন।
৭। সিলিং ফ্যানের পাইপের ভিতরেও তাবিজ পাওয়া যায়।
৮। ইলেক্ট্রিক বক্সের ভিতরে সাবধানতার সাথে দেখুন।
৯। False Ceiling থাকলে পরীক্ষা করুন। কমোডের Flash Pot, গিজারের ভিতরে চেক করুন।
১০। Exhaust Fan এর চেম্বার চেক করুন। রান্নাঘরের ফ্যান, ডাক্ট পরীক্ষা করুন।
১১। বাড়ির আশেপাশে বড় বড় গাছে আছে? গাছের ডালগুলোতে দেখুন। পাতা ছাড়া আর কিছু থাকলে চেক করুন।
১২। ভেন্টিলেটরের কথা ভুলে গেলে চলবে না। দেখতে হবে।
১৩। আপনি যে পার্স, মানিব্যাগ, ট্রাভেল ব্যাগ ব্যবহার করেন এইগুলো অবশ্যই দেখবেন। পুরনো জুতার বাক্স, গহনার বাক্স, সিন্দুক সব দেখবেন।

১৪। বাড়ির আশেপাশের কোনও জায়গা মনে হচ্ছে কেউ খুড়েছে? চেক করুন অবশ্যই। মেইনগেটের আশেপাশেও দেখা উচিত।
১৫। অনেকে পেরেক, গজাল ইত্যাদি দিয়ে বাড়ি বন্ধ করে। অতিরিক্ত বুদ্ধিমানরা আবার বাড়ি করার সময় কনক্রিটের মধ্যে তাবিজ দিয়ে দেয়। অথবা পরে দেয়াল ভেঙে তাবিজ গেথে আবার প্লাস্টার করে। এসব বের করা উচিত। রাখা যেহেতু গিয়েছে, এখন মিন মিন করা উচিত না যে, কিভাবে বের করব এসব।
১৬। জমি বিক্রি বন্ধ করতে, জমি কিনে নেয়ার জন্য শয়তানের দোসরেরা অনেক সময় জমিতে তাবিজ পুতে রাখে। এমন সন্দেহ হলে অবশ্যই জমি ভালভাবে চেক করতে হবে। গজাল, লোহা ইত্যাদি পাওয়া গেলে তো ভাল অথবা কোথাও সন্দেহজনক মনে হলে খুড়ে দেখতে হবে।

তাবিজ, কবিরাজ/হুজুরদের দেয়া জিনিসপত্র নষ্ট করার নিয়ম আছে এখানে – জাদুর জিনিস বা তাবিজ নষ্ট করার নিয়ম

এছাড়াও আরও কি কি করা যেতে পারে তা চিন্তা করে নিজেরা বের করে নিবেন।


(edit by almahmud: আরেকটা পয়েন্ট যোগ করি, (খোজার সময়) বারবার সুরা ফালাক-নাস পড়লে এবং প্রতিদিন জাদু নষ্টের নিয়তে পানি ছিটালে উপকার হয়। জাদু করে এসব লুকিয়ে রাখলে এতে সামনে চলে আসে। এছাড়া অনেক সময় পানি ছিটানোর কারণেই তাবিজ/জাদুর জিনিস নষ্ট হয়ে যায়।)

মন্তব্য করুন