রুকইয়াহ করার সময় বা করানোর সময় কাঁদলে বা কান্না পেলে জ্বিনের সমস্যায় আক্রান্ত?
রুকইয়াহ করার সময় জ্বিন দ্বারা আক্রান্ত কেউ কাঁদতে পারে। তবে কান্না করলেই যে জ্বিন দ্বারা আক্রান্ত-এমনটা নাও হতে পারে।
আল্লাহ তায়ালার কালামের আলাদা তাছির বা প্রভাব রয়েছে। এর প্রভাবে পাথর হৃদয়ও গলে যায়। যারা রুকইয়াহ করেন বা রুকইয়াহ করাতে কোনো রাক্বীর কাছে যান তাদের হৃদয় ক্ষত বিক্ষত এমনিতেই থাকে। ক্বারীদের/রাক্বিদের কন্ঠে সুমধুর তেলাওয়াত তাদের মনোজগতে তোলপাড় তুলতেই পারে। কুরআনের তাছিরে কান্না আসতেই পারে। এমনিতেও আপনি যদি কোন কুরআনের তেলাওয়াত মন দিয়ে শুনেন আপনার হৃদয় গলতে বাধ্য।
হয়ত তার কোন পুরনো কথা মনে পড়েছে। মনের গভীরের সুপ্ত কোন ব্যথা জেগে উঠেছে সেসব কথা মনে করেই কান্না পাচ্ছে।
আবার সে জ্বিন/যাদুর রোগীও হতে পারে।
সাইকোলজিক্যাল ও স্প্রিরিচুয়াল দুইটি আলাদা বিষয়। এখন দক্ষ রাক্বীর উচিত হল এসব বিষয় চিন্তাভাবনা করা। যদিও রুকইয়াহতে কোনো ক্ষতি নেই। তবুও সঠিক চিকিৎসা একজন মানুষ যেন পান সেটিও যথাসাধ্য নিশ্চিত করা উচিত।
মন্তব্য করুন