রুকইয়ার আয়াত এপের নতুন আপডেট রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ।
এতে আছে
১। অর্থসহ কমন রুকইয়ার আয়াত।
২। রুকইয়ার উপযোগী অনেক দোয়া এবং অর্থ।
৩। অর্থসহ বদনজর, সিহরের আয়াত।
৪। আয়াতুশ শিফা, আয়াতুস সাকিনা এবং আয়াতুল হারক।
৫। আয়াত ও দোয়ার অডিও।
৬। কপি বা শেয়ার করার সুবিধা।
আল্লাহ চায়তো ভবিষ্যতে এতে আরও তথ্য এবং অডিও যোগ করা হবে। কোনো ভুলত্রুটি বা সমস্যা পেলে অবশ্যই আমাদের জানাবেন।
আর অনুগ্রহ করে এবার কেউ আয়াতে কারিমা অথবা দোয়ার বাংলা উচ্চারণের কথা বলবেন না। আল্লাহর কালাম যে ভাষায় নাযিল হয়েছে, সেই ভাষাতেই পড়ার চেষ্টা করুন। কষ্ট করে তিলাওয়াত করলে বেশি সওয়াব হবে।
আর আল্লাহ চায়তো রুকইয়ার আয়াত এবং দোয়া নিয়ে একটা হ্যান্ডবুকও প্রকাশ হবে। দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করে।
আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে উত্তম জাযা দিক। আমিন।
———
আমাদের অন্যান্য অ্যাপ – https://ruqyahbd.org/apps
অ্যাপের ব্যাপারে মতামত/ত্রুটির কথা জানান – https://ruqyahbd.org/app-feedback
Changelog:
v3.0 – v3.2 : Apr 21, 2023
– written from scratch in the Dart language.
1. Updated translation and arabic script.
2. Added audios with Ayat and duas. 🆕
3. new font and settings.
4. new iOS version Released 🆕
5. Fixed some issues
v2.0 – v2.1 : Jul 3, 2021
1. Addition of Ayatus Sakinah
2. Correction of ayatush shifa script
3. Bug fixes
4. Daily notification feature added.
v1.2 : Aug 19, 2020
1. ui color fix, day/night mode added,
2. ayatul harq added,
3. translation db updated.
v1.0 : Jul 21, 2020
– initial release
মন্তব্য করুন