নিজে নিজে জিন, জাদু ও বদনজরের সমস্যা যাচাইয়ের সহজ উপায় নিয়ে আমরা অনেকদিন যাবত চিন্তাভাবনা করেছি। আগেও একবার ট্রায়াল দেয়া হয়েছে, তবে রিলিজ করিনি। এখন মনে হচ্ছে কাজটা অনেক ম্যাচিউর হয়েছে। আলহামদুলিল্লাহ।প্রথমে ওয়েবঅ্যাপ রিলিজ করা হচ্ছে। এটা সকল স্মার্টফোন এবং পিসি ডিভাইস থেকে ব্যাবহার করা যাবে। শুধুমাত্র নেট কানেকশন লাগবে।
এই প্রোগ্রামটা রাফায়েল হাসান ভাইয়ের করা কাজ, আল্লাহ উনাকে উত্তম জাযা দিক।
তবে এটা পরিক্ষামুলক রিলিজ, আর লজিক বেজড যেহেতু, তাই রেজাল্ট পুরোপুরি একুরেট না-ও হতে পারে। যদি আপনাদের মনে হয় এটা কোনো ভুল এন্সার দিচ্ছে, তাহলে রেজাল্ট পেজের স্ক্রিনশট অথবা এন্সারটা কপি করে এই কমেন্টে দিলে বা ফিডব্যাক পেজে জানালে মেরামতের চেষ্টা করা যাবে।
তবে আমরা বেশ কয়েকজন এক্সপার্টের ফিডব্যাক নিয়েছি, উনারা পছন্দ করেছেন, ভালো বলেছেন। আর আশা করি আগামীতে এটা আরও পূর্ণাঙ্গ, আরও একুরেট এবং মজবুত একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ।
প্রয়োজনীয় লিংক:
** ওয়েবঅ্যাপ লিংক: test.ruqyahbd.org
** বিকল্প লিংক: https://ruqyahbd.netlify.app
পরবর্তিতে লিংকটা খুঁজে পেতে চাইলে বা ন্যাটিভ অ্যাপের জন্য ওয়েবসাইটের অ্যাপস পেজ ( ruqyahbd.org/apps ) চেক করতে পারেন।
* অ্যাপ সংক্রান্ত কোন প্রশ্ন বা অভিযোগ থাকলে ভিজিট করুন – https://ruqyahbd.org/app-feedback
* জ্বিন, জাদু, বদনজর এবং রুকইয়াহ সম্পর্কে পরামর্শ এবং আলোচনার জন্য আমাদের রুকইয়াহ সাপোর্ট গ্রুপের যোগ দিন– https://facebook.com/groups/ruqyahbd
Changelog:
v1.0 – v1.1 – Oct 23, 2023
– initial release.
– icons and design updated.
– copy button added on result page.
মন্তব্য করুন