রুকইয়াহ প্লেয়ার অ্যাপ রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়া আগের মত ওয়েবসাইট থেকেও শুনতে পারবেন।
অ্যাপটির বৈশিষ্ট্য –
☞ পূর্ণাঙ্গ অডিও প্লেয়ার। অনলাইন থেকে রুকইয়াহ অথবা কোরআন তিলাওয়াত স্ট্রিম হবে।
☞ এছাড়া অফলাইনে ডাউনলোডেরও সুযোগ আছে, ডাউনলোড করার পর ফোনের যেকোনো অডিও প্লেয়ার থেকে প্লে করা যাবে।
☞ থাকছে চল্লিশের অধিক রুকইয়ার অডিও। শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই ইচ্ছামত যেকোনো অডিও শোনা করা যাবে।
☞ কোরআনুল কারিমের তিলাওয়াত, বাংলা অনুবাদসহ কিংবা অনুবাদ ছাড়া। (কোরআনের অডিওগুলো ধীরে ধীরে এড হবে)
☞ রুকইয়াহ রেডিও (অনলাইন) থাকছে আগের মতই। রেডিওতে দিনরাত সবসময় রুকইয়াহ চলছে, আপনি যখন ইচ্ছা রেডিও অপশনে গিয়ে প্লে করলেই শুনতে পারবেন।
এখন অ্যাপল আর অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য রিলিজ হয়েছে, কিছুদিন পর উইন্ডোজ পিসি এবং ওয়েব অ্যাপও হবে ইনশাআল্লাহ। এছাড়া ওয়েবসাইটের রুকইয়াহ প্লেয়ার ও রেডিও সেকশন চালু থাকছে আগের মতই। (দেখুন: ruqyahbd.org/play )
আপনারা অ্যাপটি ব্যবহার করুন এবং মতামত দিন।
ইন্সটল করুন:
- Android: || (বিকল্প লিঙ্ক) || (apk)
- iOS (iPhone): apple.co/3yK1MMe || (বিকল্প লিংক)
- Windows: || (বিকল্প লিংক) || (installer)
- অথবা কিউআর কোডটি স্ক্যান করুন –
অ্যাপটি তৈরি করতে যারা যারা অংশ নিয়েছে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের সর্বোত্তম প্রতিদান দিক।
আমাদের অন্যান্য অ্যাপ পাওয়া যাবে এখানে – রুকইয়াহ বিষয়ক অ্যাপস
changelog:
2. Ruqyah or surah search [new]
3. Radio player updated,
4. several bug fixes.
1. bug fixes.
2. বাংলা with English Audio name.
3. Quran Database updated with bangla/english.
4. Exit button in audio player.
☞ ত্রিশের অধিক রুকইয়ার অডিও।
☞ কোরআনুল কারিমের তিলাওয়াত, অনুবাদসহ/অনুবাদ ছাড়া।
☞ রুকইয়াহ রেডিও থাকছে আগের মতই।
মন্তব্য করুন