রুকইয়া করতে অনেক বুজুর্গ টাইপের কেউ হওয়া লাগেনা। আল্লাহ তা’আলা বলেছেন- “কোরআন মুমিনদের জন্য রহমত এবং শিফা” [সুরা বনি ইসরাইল, ৮২] “বিশ্বাসীদের জন্য হিদায়াত এবং শিফা” [সুরা হামিম সাজদা, ৪৪]
অতএব মুমিন বা বিশ্বাসী হওয়াই যথেষ্ট।
এমনকি আপনি হয়তো দেখেছেন, অনেক হিন্দু বিশ্বাস করে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে দিলে উপকার হয়, তারা হুজুরদের থেকে পানি পড়ে নেয়। আর তারা উপকারও পায়..
তবে হ্যাঁ! মুমিন হিসেবে যত বেশি যোগ্য হবেন, আপনি উপকারও তত বেশি পাবেন। এজন্য মুত্তাকী পরহেজগার ব্যাক্তি রুকইয়া করলে এর প্রভাব বেশি হয়। বিবাহিত মানুষ করতে অবিবাহিতদের চেয়ে বেশি উপকার হয়।
মন্তব্য করুন