উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি আমার শরীরে একদিন ব্যাথা অনুভব করছিলাম, তখন আমি রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামকে এর কাছে এব্যাপারে অনুযোগ করলাম।
রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তোমার হাতটি ব্যাথার যায়গায় রাখো,
এরপর তিনবার বল “বিসমিল্লাহ”। بِسْمِ اللّٰهِ
এবং ৭বার বল- “আ’ঊযু বি’ইঝঝাতিল্লা-হি ওয়াক্বুদরাতিহি, মিন শাররি মা-আজিদু ওয়াউহা-যিরু”।
: أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ :
(বর্ণনাকারি সাহাবী বলেন) আমি এমনটাই করলাম, এতে আমার ব্যাথা ভালো হয়ে গেল।
হাদিসটি শব্দের সামান্য তারতম্য সহ – মুসলিম, মুয়াত্তা মালেক, তিরমিযি, আবু দাউদসহ অনেক কিতাবে বর্ণিত হয়েছে। মিশকাত, হাদিস নং ১৫৩৩।
হাদিসে দোয়াটি কয়েকরকম শব্দে এসেছে। এক বর্ণনায় أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ… এর যায়গায় أَعُوذُ بِاللَّهِ… এসেছে। চাইলে আপনি যেকোনোটাই পড়তে পারেন। সমস্যা নেই।
আলহামদুলিল্লাহ! আমি এথেকে খুব উপকার পেয়েছি। শরীরের যেকোনো যায়গায়, যেকোনোরকম ব্যাথাতেই এটা পড়া যায়। পানি বা তেলে ফুঁ দিয়ে ব্যবহারও করা যায়। আপনারা রুকইয়াটা করার পরে নিজ নিজ অভিজ্ঞতা জানাতে পারেন।
বারাকাল্লাহু ফিকুম।
মন্তব্য করুন