- গ্রুপের সর্বশেষ নোটিশ, পোস্ট করার ব্যাপারে বিস্তারিত জানতে এবং বিভিন্ন সমস্যার প্রাথমিক গাইড পেতে গ্রুপের ওপরের দিকে
এনাউন্সমেন্ট সেকশন (বিশেষ করে গ্রুপের পিন পোস্ট) দেখুন। - এন্ড্রয়েড বা আইফোনের কোন নির্দিষ্ট অ্যাপ এর সমস্যা নিয়ে মতামত জানাতে চাইলে বা রিপোর্ট করতে চাইলে অ্যাপ ফিডব্যাক পেজ (ruqyahbd.org/app-feedback) দেখুন।
রুকইয়াহ সাপোর্ট বিডি ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক গ্রুপ অথবা অন্যান্য সেবার ব্যাপারে এখানে আপনার মতামত জানাতে পারেন:
curse agains magisian এর বাংলা উচ্চারণ সহ pdf দিলে খুব উপকার হত
দুঃখিত। এটা সম্ভব না। আপনি আরবি না পড়তে জানলে শিখে নেয়া উচিত।
আস-সালামু-আলাইকুম,
আলহামদুলিল্লাহ , আপনাদের আপ্য’স গুলো খবই ভালো এবং উপকারি। জাজাকাল্লাহখাইরান।
আরো ভালহোত, যদি IOS এ আপ্য’স পাওয়া যেত।
ওয়ালাইকুমুসসালাম, IOS এর খরচ মেইনটেন করার এবিলিটি আমাদের নাই। এজন্য এদিকে চেষ্টা করা হয়নি। এখন ওয়েব ভার্শন ইউজ করতে পারেন।
আসসালামু আলাইকুম। মাসনুন আমল এপটিতে সকাল-সন্ধ্যা -১ যিকিরের ১.২ঃ আয়াতুল কুরসির শেষে
ۚ” وَلَا یَـُٔوۡدُهٗ حِفۡظُهُمَا ۚ وَهُوَ الۡعَلِیُّ الۡعَظِیۡمُ ”
এর স্থানে
“وَلَا یَـُٔوۡدُهٗ حِفۡظُهُمَا ۚ وَهُوَ الۡعَلِیُّ”
পর্যন্ত আসছে।
“الۡعَظِیۡمُ” – এই শব্দটি আসে নাই।
জাযাকাল্লাহ
নতুন আপডেট এ ঠিক করা হবে ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
এর আগের কমেন্ট এ পরছিলাম আপনাদের রুকইয়া সেন্টার এর ব্যাপারে। এটা কি প্রতিষ্ঠিত হয়েছে? অথবা ঢাকাতে আপনাদের পরিচিত কোনো রাকির বা সেন্টার এর সন্ধান দিতে পারবেন কষ্ট করে?
জাযাকুমুল্লাহু খাইরান
এটা পড়েন, এখানে বলছি – https://facebook.com/almahmud1234/posts/164760978189371
ভাই এই কাজ গুলা কি আমি করতে পারবো?আর আমি করলে আমার কন ক্ষতি হবেনা?অনেকে বলছে যে অস্তাদ চারা নাকি এই কাজ গুলা করলে৷ হয়না তা কি সঠিক? জানালে ভালহয়।আমি একজন কুর আনের হাফেয।
ওইটা শয়তানি কথাবার্তা
Need these apps for iPhone
আসসালামু আলাইকুম,
অডিও প্লেব্যাকে লুপ অপশন থাকা দরকার।
কিছু আরবি বানান ভুল অথবা ইনকমপ্লিট আছে, তা দূর করা দরকার। আমি ইমেইল এড্রেসে কিছু স্ক্রীনশট পাঠিয়েছিলাম। কোনরকম একনলেজমেন্ট পাইনি। আশাকরি চেক করবেন।
জাজাকুমুল্লাহ খাইরান।
ওয়ালাইকুম সালাম। জ্বিভাই, স্ন্যাপগুলো ডেভেলপার ভাইকে দিয়ছি। আর লুপ ইচ্ছা করেই দেয়া হয়নি, যেন দোয়া ছেড়ে রেখে অন্য কিছুতে মনযোগ না দেয়। সামনে বার দেখা যাক
বিভিন্ন ক্বারিদের সাধারন রুকইয়াহ অডিও গুলো কোন কোন সুরার আয়াত সেটা উল্লেখ করে দিলে আমি নিজেই ইনশা আল্লাহ পাঠ করতাম। বিশেষ করে শাইখ আস-সুদাইস এবং শাইখ লুহাইদান
প্রসিদ্ধ এবং প্রয়োজনীয় কিছু রুকইয়ার আয়াত – এই লেখা দেখুন
ভাই , এটা দেখেছি । সাধারণ মানুষের মতো না । আমার অনেক চুল পড়ে !! যতগুলা চুল পড়ছে সেগুলা দুই / তিনজন মেয়ের খোপার সমান হবে বা তারও বেশি ।আমি একদিন বদনজরের অডিও শুনছিলাম নিয়ত করে আমি ১২ ঘন্টা ঘুমাইছি ঐ দিন!!!! মাঝে কোনো রকম নামাজ পড়ছি !! অনেক গরমও লাগতেছিলো !! রুকইয়াহ গোসল করাতে শান্তি লাগছে ।
আমি এটা ১ সপ্তাহ বা যতদিন পারি চালু রাখি ??
দেখেছেন এবার ফলো করেন । এক মাস রুকইয়ার করার পর গ্রুপে আপডেট দিবেন।
আসসালামু আলাইকুম
গ্রুপে আমাকে ব্লক করা হইছিল কারণ আমি মাঝে মাঝে কমেন্ট বক্সে সাজেশান টাইপ কমেন্ট করতাম…তাই এখানেই বললাম…প্লিয পুরোটা একটু পড়বেন
comment moved to –
https://write.as/4nouy4chqj3nl.md
আপনি ১ সপ্তাহ ডিটক্স করেন, ১মাস ওয়াসওয়াসার রুকইয়াহ করেন প্রতিদিন সুরা বাকারা শোনেন। এরপর গ্রুপে আপডেট জানানা।
সেলফ রুকইয়াহ গাইড (বাচ্চাদের সমস্যা) – এটা ফলো করুন
https://facebook.com/groups/ruqyahbd –
এটা দেখেন
আগে যখন সকাল বিকাল দুয়া পড়তাম না তখন আমার বাসায় একটা পিকনিকে আমার বান্ধবীরা আমার চুল দেখে তারপর থেকে এখন পর্যন্ত চুল পড়তে পড়তে এখন ৩ ভাগের ১ ভাগও নেই । কিন্তু এখন যেহেতু সকাল বিকাল দুয়াগুলো পড়ি তাই আমার প্রবলেম টা কি দুয়া পড়ার কারনে চলে যাবে নাকি বদনজরের রুকইয়াহ করতে হবে ???
সমস্যা যখন চুল পড়া – এটা ফলো করুন
#আপডেট
আমাকে/স্বামী/সন্তান কে কেউ ক্ষতি করতে চাইছে.. মারাত্মক বিপদে আছি৷ self ruqyah তে সমাধান পাচ্ছি না৷
এক্ষেত্রে কিভাবে বুঝবো ক্ষতিকারী কে?
কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে?
এটা পরামর্শ দেয়ার যায়গা না, গ্রুপের রুলস দেখে সেখান থেকে পরামর্শ নিন
বিভিন্ন কারনে প্রায় এখন আর ভয় পাই না । আর রাকিও হইতে চাই । ফ্যামিলিতেও অনেক প্রবলেম আর আশেপাশে শিরক কুফরে অবস্থা খারাপ ! কিন্তু এগুলা নিয়ে পড়া শুরু করছি মাত্র ।একদিন রাতে স্বপ্নে জিন দেখছি , দৌড় দেয়ার কারনে ধরতে পারি নাই । আরেক মাথা কাটা মানুষ স্বপ্নেই মনে হয় দেখছি । তারপর চোখ বন্ধ করার সাথে সাথে (ঘুমাই নাই) কোনো কিছু থেকে মোটা একটা সাপ বের হইতেছে ।
আমার কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ । আর আমি রাকি হইতে চাই । সকাল বিকাল আমল করি আলহামদুলিল্লাহ । মিস হয় কখনো ।
আমি ভাবি বা বলি একবার রাকি হইয়া নি তারপর এগুলারে (অন্যদের সাথে / বাসায়)সাইজ করমু ।
কেন এমন হইতিছে ?
রুকইয়ার জন্য অর্থ বুঝা কতটুকু জরুরী? কোন PDF এই অর্থ উল্লেখ আছে মনে হচ্ছেনা। অর্থ ছাড়াও কি হবে শুধু তিলাওয়াত করলে?
জরুরি না। তবে বুঝলে ভাল, মনোযোগ বাড়বে, দোয়ায় অধিক গুরুত্ব আসবে।
মাসনুন আমল apps টির জন্য ধন্যবাদ।
আপনাদের পরবর্তী সংস্করণে কোন দোয়ার কি ফযিলত বা ব্যাথার দোয়া ইত্যাদি দোয়ার পাশে লিখে দিলে সবাই উপকৃত হত।
জাযাকাল্লাহ
পরামর্শের জন্য শুকরিয়া। তবে এরকম কোন ইচ্ছা আপাতত নাই। আমরা অন্য অ্যাপের কাজে হাত দিয়েছি।
আপনাদের কি সরাসরি রুকইয়াহ করানোর ব্যবস্থা আছে । প্লিজ জানাবেন । আমি নিজের জন্য রুকইয়াহ করতে চাচ্ছি ।
সেন্টারের যায়গার জন্য চেষ্টা করা হচ্ছে, দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন।
আসসালামু আলাইকুম
গ্রুপে বদ নজরের জন্য সাদ আল গামেদীর আধা ঘন্টার যে রুকইয়ার কথা বলা হয়েছে সেটা কোথায় পাওয়া যাবে?
রুকইয়াহ অডিও page dekhen
আসসালামুআলাইকু,
মুখতাসার রুকইয়াহ পিডিফে দেয়া শিফা আয়াতগুলু যা দেয়া আছে তা পড়লে হবে না কোরান শরীফ থেকে পুরো আয়াত পড়তে হবে।
ওয়ালাইকুমুসসালাম, হবে। কোরআন থেকে পড়তে পারলে আরও ভাল।
আমি নিজের জন্য সরাসরি রুকইয়াহ করাতে চাই। আপনাদের কি রুকইয়াহ সেন্টার আছে? বিস্তারিত জানালে উপকৃত হব ।
na nei, center er jonno try kora hocche, dua korben
অ্যাপসের দোয়াগুলিতে রেফারেন্স দিলে অনেকেই উপকৃত হোত।
মতামতের জন্য শুকরিয়া
Group থেকে তো ব্লক মেরে দিছেন।
আমাকে বদনজরের রুকইয়াহ করতে বলা হয়েছে এখানে বদনজরের রুকইয়াহ দুইটা আছে কোনটা শুনব।
নাকি ২টাই শুনব
ইচ্ছা, যেটা খুশি শুনতে পারেন।
বদনজরের আয়াত গুলো তিলাওয়াত করলে কি অডিও শুনা লাগবে ?
২/৩ টা লক্ষন মিললে কি বদনজরের রুকইয়াহ করলে প্রবলেম হবে ?
তিলাওয়াত করলে অডিও না শুনলেও হবে। আর রুকইয়া করলে সমস্যা নাই।
আসসালামু আলাইকুম । ভাই আমি প্রায় ১ বছর যাবৎ ওয়াস ওয়াসা রোগে ভুগছি।ওয়াস ওয়াসা রোগ মুক্তির জন্য কি করনীয় সেটা জানালে খুবই উপকার হতো।জাজাকাল্লাহ খাইরান।
ওয়েবসাইটে একটু সার্চ করলেই উত্তর পাবেন। এখানে কেন কমেন্ট করেছেন।
রুকইয়াহ যিনা….keno korte hoy?want to know.
এখানে দেখেন রুকইয়াহ যিনা!!
ভাই।বদ নজরের জন্য অডিও ও পিডিএফ ফাইল কি একই।বদ নজরের অডিও প্রথম টা ও পিডিএফ ফাইল তো পুরোপুরি মিলেনা দেখতেছি।একটু ক্লিয়ার করবেন দয়াকরে।
না সেইম না, আপনি একটা পড়লেই হবে
বদ নজরের জন্য
বদনজরের আয়াত গুলো পড়ে পানিতে ফু দিয়া ঐ পানি খাইলে হবে?
কিছু ফায়দা ত হবেই
PDF gulu download korte parchi na
ব্রাউজার পরিবর্তন করে চেষ্টা করুন
amr rat e ghum kom hoi,ghum vangle choke shoitan er sign gulo vase,,,ami pregnant 8 month er, namaj pori 4 waqt,,, ami ki rukaiyah korbo
আপনার সমস্যা লিখে সাপোর্ট গ্রুপে পোস্ট দিন প্লিজ। এখানে উত্তর দেয়া সম্ভব না।
শুরুতে পিনপোস্ট থেকে রুলস পড়ে নিয়েন।
facebook.com/groups/ruqyahbd
Tilawat ki diner jekunu smy khrle hobe naki protidin fixed 1ta time e porte hobe…..
And Rukaiyah ki shb smy khrte hobe naki nirdisto smy pore r na khrle hobe…
যদি এরকম কোন শর্ত থাকে যে নির্দিষ্ট সময়ে পড়া লাগবে, তাহলে সেটা বলে দেয়াই থাকতো
ডাইনলোড করে নিলাম । ইম্প্রুভ দরকার।অডিও প্লে উচ্চারণসহ দিলে ভালো হয়।জাযাকাল্লাহ
আসসালামু আলাইকুম,
প্রাথমিক ১ রুকইয়াহ এর জন্য পিডিএফের কোন রুকইয়াহ টা পড়বো। প্লিজ শাইখ জানাবেন।
ওখানে সম্ভবত বলে দেয়াই আছে, সাধারন আয়াত / কমন আয়াত। 2 আর 3 নং
এপ্রিলে র ৪ তারিখ থেকে আমার পিরিয়ড শুরু হয় ।পিরিয়ড বলতে সাদাস্রাবের সাথে সামান্য রক্ত।এর ২ দিন পর জ্বর হয় । ডঃ দেখাই। ডাঃ কে সমস্যা র কথা বললে তিনি বলেন রক্তশূন্যতা তাই এমন।তো দিন যতই যাচ্ছে আমার ব্লাডের পরিমান ও বাড়তে থাকে । এপ্রিলে র ১৭ তারিখ সমস্যা র জন্য ডাঃদেখাই।২২ তারিখে সম্পূর্ণ ভালো হয়ে যাই। এরপর আবার ২৯ তারিখ থেকে ব্লাড যাওয়া শুরু হয়। আবার ডাঃ দেখাই । ওষুধ চেন্জ করে দিছে ।ব্লাড তো যায় এর মধ্যে মে ১৩ তারিখ থেকে পিরিয়ড শুরু হয়েছে। এখন ২১ তারিখ দিন দিন বাড়তেছে । সাথে মাথা ঘুরানো ।পেটের ২ পাশে ব্যাথা ।বামপাশের ব্যাক সাইডে প্রচুর ব্যাথা করে । বিছানায় শুলে নড়াচড়া করতে কষ্ট হয়। এই সমস্যা র জন্য ডাঃ এর পাশাপাশি এক মসজিদে র হুজুরের র কাছে সমস্যা র কথা বলা হয় ওনি বলে বদ জ্বিনের আসর। এখন আমি কি করতে পারি । সমাধান দিলে ভালো হয় এই সমস্যা র জন্য ।
আপনার সমস্যা লিখে সাপোর্ট গ্রুপে পোস্ট দিন প্লিজ। এখানে উত্তর দেয়া সম্ভব না।
শুরুতে পিনপোস্ট থেকে রুলস পড়ে নিয়েন।
facebook.com/groups/ruqyahbd
আমার উপার্জন দিন দিন কমে যাচ্ছে। কেন এমন হচ্ছে সেটা বুঝতে পারছিনা। এই সমস্যা থেকে বের হবার কোন রুকাইয়াহ কি আছে???
না দুঃখিত এরকম কোন রুকইয়া নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর বেশি বেশি ইস্তেগফার করেন
Assalamualaikum.
jadutona, asor er prb o ase sathe . konta konta shunbo vai? 1st tym tai bujhte paccina bolle upokar hoto.
মাসনূন আমল এ্যাপটিতে কোরআনের আয়াতগুলো বাংলা উচ্চারণসহ দিলে খুব ভালো হত সবার জন্য, আশাকরি সামনের আপডেটে বাংলা উচ্চারণসহ পাব…
আগামীতে চেষ্টা করব ইনশাআল্লাহ
এত সুন্দর আপস আল্লাহ আপনার ভাল করুক এই কামনা করি তবে আমরা অনেকেই আরবী বুঝি না বাংলা উচ্চারন থাকলে ভাল হতো
আগামীতে চেষ্টা করব ইনশাআল্লাহ
*ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার অপশন এড করুন।
* বাংলায় অর্থ, এবং সম্ভব হলে উচ্চারণ দেখার অপশন রাখুন।
* ফযিলত কি বা এ সংক্রান্ত হাদিস / দলিল দেখার অপশন এড করুন।
এত সুন্দর আপস আল্লাহ আপনার ভাল করুক এই কামনা করি তবে আমরা অনেকেই আরবী বুঝি না বাংলা উচ্চারন থাকলে ভাল হতো
আমিও এটার কথাই বলতাম।
তিনটি বিষয় এর প্রয়োজন খুব।
তবে কালার পরিবরতনের ব্যাপারটা দ্রুত দেখলে ভালো হত ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম। পানি এবং অলিভ অয়েলে কোন কোন আয়াত বা কি সুরা পড়ে ফু দিবো? যে পানিটা প্রতিদিন ৩/৪ বার খাওয়া যাবে এবং অলিভঅয়েল শরীরে ব্যবহার করা যাবে
জি, আপনার ইচ্ছা। বিশেষ বাঁধাধরা নাই।
Apnader donation deyar kono system ase?
এখনও নেই ভাই। ভবিষ্যতে প্রয়োজন হলে জানাবো ইনশাআল্লাহ
আমি প্রচণ্ড আগ্রহী এই জায়গায় কিছু সাদকা করতে আমার নিজের সুস্থতার জন্যই। আমি নিজেই নিজের রুকিয়াহ করার সিদ্ধান্ত নিয়েছি, ওই বিশেষ হাদিসটার আকর্ষণে। কিন্তু পেরে উঠছি না। আপনারা তো একটা সেন্টার করছেন এবং ওয়েবসাইট এবং সাপোর্ট গ্রুপ চালাতেও খরচ আছে। সুতরাং আমি আশা করব যে, এই সুযোগটা আমাকে এখনি অথবা রোযা শুরু হওয়ার সময়ে দিবেন।
আমি বুঝছি না ভাই আপনাকে কি বলে শান্তনা দিব।
আসলে হঠাৎ এই অবস্থায় খরচের খাত খুজে বের করা মুশকিল, ওয়েবসাইটের পরবর্তী বিলের ডেট আসতে আরও ৬-৭ মাস আছে সম্ভবত। আর সেন্টারের জন্য আর্থিক ব্যবস্থা মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো প্লেসের ব্যাপারে হেল্প করতে পারলে অনুগ্রহ করে আমাকে পার্সোনালি জানাইয়েন।
ধন্যবাদ আন্তরিকতার জন্য। পরে এ রকম সুযোগ হলে আমার ইমেইল এ জানিয়েন। আমি রোজার শুরুর দিকে সাদকা করতে পারি। সে সময়ের মধ্যে এ সুযোগ হলে ইনশাআল্লাহ এখানে করবো।
Ruqayyah sharyah boita shomporke janale upokrito hobo ..
এখানে দেখুন রুকইয়াহ স্টোর
আশা করছি, ইনশা…আল্লাহ খুব দ্রুতই আমরা, আল মাহমুদ ভাইয়ের তত্তাবধানে ঢাকায় একটি রুকাইয়া সেন্টার দেখতে পাবো। আল্লাহ তৌফিক দিন। আমীন…
আমিন
do you have office for direct ruqyah?? can you come home for ruqyah for baby near mohammadpur??
না ভাই, আমাদের এখনও কোন রুকইয়াহ সেন্টার নেই। দোয়া করবেন যেন ব্যবস্থা হয়ে যায়
রুকিয়ার আয়াতগুলো বাংলা উচ্চারণ ও অর্থ সহ দিলে বেশি ভালো হতো।
আর রুকিয়ার আয়াতগুলো কি “রুকিয়া” বই টাতে উচ্চারণ ও অর্থ সহ পাবো?
দুঃখিত, এরকম কোন পিডিএফ নাই। আপনি একদমই আরবি পড়তে না পারলে অডিও ব্যবহার করে রুকইয়া করতে পারেন। এখানে পাবেন রুকইয়াহ অডিও
ছোট থেকে বড় যেকোনো বিষয়ে খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভোগা আর বেশিরভাগ সময়ই অন্যমনষ্ক থাকা, এমনকি যেকোনো ইবাদতেও। এসবকি কেবলই কিছু ব্যক্তিগত মনস্তাত্ত্বিক অবস্থা? নাকি কোন রুকিয়্যাহর দরকার হতেও পারে।
ওয়াসওয়াসার (ওসিডির মতই) রুকইয়া করতে পারেন। এখানে দেখেন ওয়াসওয়াসা রোগের জন্য রুকইয়া
রুকিয়া বাংলা উচ্চারণের পিডিএফ দেন প্লিজ
জাদুকরের প্রতি অভিশাপ , বদনজর , চাকরি
দুঃখিত, এরকম কোন পিডিএফ নাই। আপনি একদমই আরবি পড়তে না পারলে অডিও ব্যবহার করে রুকইয়া করতে পারেন। এখানে পাবেন রুকইয়াহ অডিও
আস্সালামু আলাইকুম। ভাই আব্দুল্লাহ আল মাহমুদ। আমি একজন রাকি হতে চাই, বিনামুল্যে আল্লাহর দ্বীনের খেদমত করতে চাই। আল্লাহর রাসূল (সাঃ) এর একটি সুন্নাতকে জিন্দা করতে চাই। কিন্তু আমি কোন আলেম নই, তবে আমি ক্বোরআন পড়তে পারি। আমি কি একজন রাকি হয়ে মানুষের খেদমত করতে পারবো ? উত্তর যদি হ্যাঁ হয় তবে আমাকে কি কি করতে ও পড়তে হবে এ বিষয়ে আপনার পরামর্শ কামণা করছি। আর আমি আপনাদের দুয়ার মুহতাজ।
ওয়ালাইকুমুসসালাম, রাকি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। আপনার পড়া শুদ্ধ থাকলে আর ঈমান আকিদা ঠিক থাকলে আল্লাহ চায়তো আপনি পারবেন।
রুকইয়াহ বইয়ে একজন রাকির বৈশিষ্ট্য লেখাটা দেখতে পারেন। আর ভালো হয় যদি সাপোর্ট গ্রুপে কথা বলেম
Amar babar obostha khub valo naa, 2jon hujur k dekhaisi bolse take naki khub kaser keu onek age theka Amon kharap khoti korse jeno se aste aste mrittur mukhe pousai Jai ar setari akhon naki ses er dike tai Amar babar naki obostha din din kharap er dike abong besi paglami korse…
Amoto obosthai akhon ki korte pari, aktu bolben ki… apnader sate kivabe communication korte pari
আপনার সমস্যা নিয়ে রুকইয়াহ সাপোর্ট গ্রুপে কথা বলুন প্লিজ। এখানে কেস হ্যান্ডেল করা সম্ভব না।
৮ সুরার রুকাইয়ার আয়াতে কোন কোন সুরার কোন কোন আয়াত আছে জানালে খুব উপকৃত হতাম।
ইয়াসিন, সফফাত, দুখান, জিন, যিলযাল, তিনকুল
দয়া করে বিসমিল্লাহ এবং ফু দেয়া সংক্রান্ত কিছু বিষয় পরিষ্কার করবেন। সহজ কথায় রুকিয়া পড়ার সময়, কোন কোন ক্ষেত্রে মাঝে বিসমিল্লাহ না পড়া ভালো নাকি সকল ক্ষেত্রেই মাঝে বিসমিল্লাহ পড়া ভালো? যেমন, বিভিন্ন সুরার আয়াতের মাঝে, বিভিন্ন সুরার মাঝে, একই সুরার পুনরাবৃত্তির মাঝে।
ফু দেয়ার বিষয়ে, এটা কি পড়ার শেষে একবার দেয়া ভালো নাকি পড়ার মাঝে মাঝে ফু দেয়া ভালো? কোনটা অপেক্ষাকৃত ভালো? যেমন, পানি বা তেল প্রস্তুতির সময়।
এসবে ধরাবাঁধা নাই ভাই। আপনি ইচ্ছামত পড়তে পারেন, ফু দিতে পারেন। আমি পড়ার মাঝেমাঝে একটু পরপর ফু দেই, নির্দিষ্ট সময় নাই। আর বিসমিল্লাহ কখনও প্রতি অংশের শুরুতে পড়ি কখনও শুধু সুরাগুলোর শুরুতে পড়ি। এটাও ঠিক নাই।
apnara sidr/sidrat er bangla onubad korechen boroi gach/pata. Eta english e Lote tree nam e porichito. apnara ki confirm je eta boroi gach?
apnar boi e onek jagay, 8 surah ruqyah er kotha bola hoyeche (Yasin, Saffat, Dukhan, Jinn, Zilzal, Ikhlas, Falaq, Nas). Ei collection ki apni personally create korechen,naki onno kono source theke niyechen?
আমার কোনো কিছু মনে থাকে না। পড়া মুখস্থ করতে অনেক কষ্ট হয়, কিন্তু দেখা গেল কিছুক্ষন পরে মুখস্থ পড়া ভুলে গেছি। মাথায় বাজে চিন্তা সবসময়ই ঘুরতে থাকে। শরীর একটু কিছুতেই খারাপ করে। কোনো কাজেই মন স্থির করতে পারি না। আমি সব বিষয়ে সাধারণত সিদ্ধান্তহীনতায় ভুগে থাকি।
আমার জন্য যদি কোনো চিকিৎসা আপনার পক্ষে দেয়া সম্ভব হয়, তবে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।
আসসলামু আলাই কুম। আমার বাবা খুবই অসুস্হ। এতো বিস্তারিত আমি লিখতে পারছিনা। দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনার নাম্বারটা দিলে খুব উপকার হবে। আমার নাম্বার *******
ওয়ালাইকুমুসসালাম।
বোন, আমি খুবই দুঃখিত এভাবে পার্সোনালি পরামর্শ দেয়া সম্ভব না। আপনার ইমার্জেন্সি হেল্প লাগলে গ্রুপের পিন পোস্টে কমেন্ট করে পরামর্শ নেন
আমি কি আমার শারিরীক দূরবলতার জন্য প্রত্তেকদিন ফজরের নামাজের পর সুরা নিসার ১ নাম্বার আয়াত ডিমে ফু দিয়ে খেতে পারব?
প্লিজ কাইন্ডলি জানাবেন।
যদি পারি আলহামদুলিল্লাহ, আর নাহলে আমাকে জানাবেন কিভাবে আমল/ রুকাইয়া করব
আপনার সমস্যা বিস্তারিত লিখে গ্রুপ থেকে পরামর্শ নিবেন প্লিজ
জাঝাকুমুল্লাহু খাইরান।আমরা আপনাদের এ খিদমাতের মাধ্যমে অনেক উপকৃত হচ্ছি।
আমি যদি রুকইয়া কার্স করি তাহলে কি পরে সমসসা হউয়ার সম্ভবনা আছে ??
ব্লগে এবিষয়ে লেখা আছে, অনুগ্রহ করে পড়ে নিন
Thanks for the reply. I found out that Hijama Planet runs a ruqya section and you also provide consultation there. Are you still available in that center?
না, মিথ্যা কথা। আমি অনেক আগেই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি এবং কোন সেন্টারের সাথে এখন আমি জড়িত না।
I see. May I ask you the reason for cutting the connection? Is it because they have unethical or non-shariah based practices? This info is very important to know, to make decision about whether one should go there for Ruqya or Hijama. Thank you.
আপনি এই লেখাগুলো দেখতে পারেন
১. http://bit.do/hpc2
২. http://bit.do/hpc3
Do you have any physical locations or centers for ruqya treatment? If yes, please give relevant information like address, contact no., fees etc.
না ভাই দুঃখিত। আপাতত আমাদের কোন ফিজিক্যাল এড্রেস নেই, আল্লাহ চাহে তো শীঘ্রই হয়ে যাবে। দোয়া করবেন…
আমার শরীরের একটা অঙ্গ পুরাপুরি বিকল হয়ে গেছে।এর আগে ৩ বার বিয়ে হওয়ার কিছু দিন আগে ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙ্গে গেছে।আমার কী করা উচিত?আর কোন আয়াত গুলা পড়া উচিত?
আপনি শুরুতে ৭দিনের ডিটক্স রুকইয়াহ করেন। এখানে পাবেন বিস্তারিত https://facebook.com/thealmahmud/posts/1539586162797575
আর আমাদের রুকইয়াহ সাপোর্ট গ্রুপে আপনার সমস্যা লিখে পোস্ট দেন। এডমিন ভাইয়েরা বিস্তারিত পরমর্শ দিবে ইনশাআল্লাহ। গ্রুপের লিংক https://facebook.com/groups/ruqyahbd
I was looking for Sihr Ayat.
Where is that content?
২+৩ নং পিডিএফ “আয়াত রুকইয়াহ এবং দোয়া” এর মাঝে আছে
2,3 তো আয়াতুল হারক এর মত, এটাই কি সিহর?
দুঃখিত আপনার প্রশ্ন স্পষ্ট না। আপনার প্রশ্নটা সাপোর্ট গ্রুপে পোস্ট করুন প্লিজ
https://facebook.com/groups/ruqyahbd