এদেশের অভিভাবকদের জাহালত সম্পর্কে ধারণা থাকার পরেও অভিভাবকদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজের দুর্গকে সুরক্ষিত করতে চাওয়া জুলুম হবে কিনা সেই প্রশ্ন রইল নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওয়ারিশদের কাছে। আমি জাহেল মানুষ অত শত জানি না। গত একটা স্ক্রিনশটে দেখিয়েছি কিভাবে একটা মাদ্রাসা পড়ুয়া মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে। সে স্বীকারও করেছে এই ঘটনার পর […]