Ruqyah Support BD

ইস্তিখারার নামে ভণ্ডামি

ইস্তিখারা একটি সুন্নাহ সম্মত আমল। শক্তিশালি আমল, কোনো সন্দেহ নেই। কিন্তু ভণ্ডের দল তাদের ভণ্ডামির নাম দিয়েছে ইস্তিখারা!
অনেক অনেক মানুষ তাদের সমস্যা সম্পর্কে বলতে গিয়ে বলেন, আমাকে যাদু করেছে, বিয়ে বন্ধ করে রেখেছে, বর বেধে রেখেছে, ক্ষতি করেছে, তাবিজ করেছে ইত্যাদি ইত্যাদি। তো যখন জিজ্ঞেস করি কিভাবে জানলেন এসব?

উত্তর আসে, হুজুর বলেছে/কবিরাজ বলেছে, অমুকে বলেছে, তমুকে বলেছে ইত্যাদি।

তো হুজুর/কবিরাজ জানলো কিভাবে?

উত্তর আসে, জানি না। কেউ কেউ বলে ইস্তিখারা করে হুজুর বলেছে।

কে যাদু করেছে এটা অদৃশ্যের জ্ঞান, গায়েবের জ্ঞান। আল্লাহ তায়ালাই এই বিষয়ে ভাল জানেন। আর জানে যে যাদু করেছে সে এবং তার সাঙ্গোপাঙ্গোরা।

অন্যকেউ এই জ্ঞানের দাবি করলে সে মিথ্যেবাদি, ভুল পথে আছে। চাই সে যত বড়, যা কিছুই হোক না কেন!

প্রায়ই দেখা যায় হুজুর বা অমুক ইস্তিখারা করার কথা বলে নাম-ঠিকানা বা ব্যবহারের কোন কিছু নিয়েছে। নির্ঘাত সে একজন যাদুকর, জ্বিনের পূজারি। বিস্তারিত এখানে।

ইস্তিখারা কি, কিভাবে ইস্তিখারা করে, ইস্তিখারা সম্পর্কে প্রচলিত কিছু ভুল বিশ্বাস সম্পর্কে শাইখ আলি হাসান ওসামার নিচের লেখাটি অনেক উপকারি। অবশ্যই এটা পড়ে নিবেন।


(c)  আহমাদ রবিন