সোশ্যাল ওয়াল – রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

87,902
- প্রশ্নই আসে না!
রুকইয়াহ বিষয়ে অজ্ঞতার কারণে কেউ এটাকে বিদআত বলতে পারে, বাস্তবতা হচ্ছে তাদের এবিষয়ে না যথেষ্ট ধারণা আছে, আর না তারা কমসে কম সহিহাইনের রুকইয়া বিষয়ের হাদিসগুলো বুঝেছে।
প্রথম বিষয় হচ্ছে, এটা নামাজ-রোজা ইত্যাদির মত কোন ইবাদাত না। এটা একটা চিকিৎসা পদ্ধতি, আর অন্যান্য চিকিৎসার মত এক্ষেত্রেও শরিয়তের নির্ধারিত সীমা লঙ্ঘন না হলেই এটা বৈধ। .........
ব্লগে পড়ুন বিস্তারিত #Repost
... See MoreSee Less
5 hours ago
গরম পানিতে রুকইয়াহ গোসল করা যাবে কি?
উত্তরঃ উস্তাদ তিম হাম্বলের ভাষায়, "আমার কাছে যে অল্পকিছু তথ্য আছে তাতে বোঝা যায় ঠাণ্ডা পানি দিয়ে রুকইয়াহর গোসল করাই উত্তম, কিন্তু তা একবারে নিশ্চিত করে বলার মত যথেষ্ঠ নয়। আমি লোকজনের জন্য কষ্টকর করতে চাই না। কাজেই কারও যদি গরম পানি ব্যবহার করার দরকার হয় তাহলে গরম পানি ব্যবহার করবে।"ঠান্ডা পানিতে গোসল করলে সর্দি .........
ব্লগে পড়ুন বিস্তারিত #repost
... See MoreSee Less
17 hours ago
একটি ভুল কাজ : আলেমকে জিজ্ঞাসা না করেই ডাক্তারের কথা অনুযায়ী আমল শুরু করে দেওয়া
সেদিন এক ভাই ফোনে তায়াম্মুমের নিয়ম জানতে চাইলেন। জিজ্ঞাসা করলাম, আপনার কী হয়েছে যে, তায়াম্মুম করে নামায পড়তে হবে?
বললেন, চোখে একটা অপারেশন হয়েছে, তাই ডাক্তার বলেছেন, চোখে পানি লাগাবেন না, তায়াম্মুম করে নামায পড়বেন। এখন তায়াম্মুম তো সচরাচর করা হয় না, তাই তায়াম্মুমের নিয়মটা একটু জানা দরকার। আমার যতটুকু মনে আছে, সে অনুযায়ী তায়াম্মুম করে নামায পড়ে নিয়েছি; তারপর মনে হল, আমার তায়াম্মুম করা ঠিক ছিল কি না- একটু জেনে নিই।
তার একথা শুনে আমি বললাম, আপনি কি কোনো আলেমকে জিজ্ঞেস করেছেন, এ অবস্থায় আপনার তায়াম্মুম করা সহীহ আছে কি না; নাকি ওযুই করতে হবে আর শুধু ঐ স্থান মাসেহ করতে হবে?
তিনি না-সূচক জবাব দিলেন এবং বললেন, আমি তো তায়াম্মুম করে নামায পড়ে নিয়েছি।
এই যে কাজটি তিনি করলেন তা উচিত হয়নি। এক্ষেত্রে তার তায়াম্মুম করা সহীহ হয়নি। ওযুর কোনো অঙ্গে পানি লাগাতে সমস্যা হলেই তায়াম্মুম করা বৈধ হয়ে যায় না; বরং অনেক ক্ষেত্রে ঐ স্থানে পানি না লাগিয়ে ওযু করাই জরুরি থাকে, আবার কখনো তায়াম্মুম করতে হয়; ওযু নয়। এটি মাসআলার বিষয়। যা নির্ধারণ করবেন মুফতী সাহেব। যেমন, এই ভাইয়ের বিষয়টি। এক্ষেত্রে তার জন্য ওযু করাই জরুরি। যতটুকু অংশে পানি লাগানো তার জন্য ক্ষতিকর সে অংশে পানি লাগানো ছাড়া বাকি ওযু তিনি যথা নিয়মেই সম্পাদন করবেন আর যতটুকু অংশে পানি লাগানো নিষেধ সেটুকু ভেজা হাত দ্বারা মাসেহ করে নেবেন। সেখানে যদি ভেজা হাত লাগানোও তার জন্য ক্ষতিকর হয় তবে মাসেহ না করলেও চলবে। তারপরও তাকে ওযুই করতে হবে। এক্ষেত্রে সে তায়াম্মুম করবে না। কিন্তু শুধু ডাক্তারের কথা শুনে কোনো মুফতী সাহেব থেকে মাসআলা না জানার কারণে ভুল হয়ে গেছে।
আর ডাক্তারেরও উচিত, ‘তায়াম্মুম করে নামায পড়বেন’ বা ‘চেয়ারে বসে নামায পড়বেন’- এভাবে সরাসরি মাসআলা না বলে কেবল রোগীর সমস্যাটা চিহ্নিত করে দেওয়া যে, অমুক স্থানে পানি লাগানো যাবে না বা ঝুঁকা যাবে না ইত্যাদি। কিন্তু ওযু-নামায কীভাবে আদায় করবে তা বাতলে দেওয়া ডাক্তার সাহেবের কাজ নয়। রোগী তার সমস্যার বিবরণ দিয়ে এ অবস্থায় ওযু কীভাবে করবে বা নামায কীভাবে পড়বে এটা আলেম থেকে জেনে নেবেন।
তেমনি জনসাধারণেরও উচিত, নিজে থেকে সিদ্ধান্ত না নেওয়া। এটা মনে না করা যে, ডাক্তার যেহেতু বলেছেন, চোখে পানি লাগানো যাবে না, সুতরাং আমাকে তায়াম্মুম করে নামায পড়তে হবে; বরং সে আলেমকে বিষয়টি জানিয়ে মাসআলা জেনে নেবে এবং সে অনুযায়ী আমল করবে।
আল্লাহ আমাদের দ্বীনী বিষয়সহ সকল বিষয়ে সচেতনতা দান করুন।
- মাসিক আল কাউসার, সেপ্টেম্বর ২০২১
... See MoreSee Less
1 day ago
খুবই গুরুত্বপূর্ণ পোষ্ট
জাজাকাল্লাহ খাইরান
ভাই আমি রুকইয়ার টেনিং করতে চাই কিন্ত কোথায় টেনিং সেন্টার আমি জানিনা প্লিজ বলে দিলে অনেক উপকার হবে
আমি রাতে আর ভোরে পানি ব্যবহার করলে শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগে। তাই আমি রাতে আর ফজরের নামাজে তায়াম্মুম করি আর আমি এটা হুজুরের থেকে জেনেই করতাছি।
Mahiya Nur 🙂🙃
এর জন্যই বলে অল্প বিদ্যা ভয়ংকরী। না জেনেই মনঘগরা কথা লিখে দিলেন। ইসলাম শান্তির ধর্ম। এখানে মুমিনদের জীবন আল্লাহ কুরআনে অনেক সহজ করে দিয়েছেন
বিভ্রান্তকর পোস্ট। 🤬
কিন্তু কিছু কিছু শিক্ষিত লোক দে-দারচে বলে দিবে যে ডাক্তার সাবে মাসআলা বলে দিলে সমস্যা কি? কোরআন হাদিস কি আলেমদের বাপ দাদার সম্পদ নাকি?
ওযুর চারটা ফরজ।এই ফরজ চারটি স্থানের কোথাও যদি এতোটুকু শুকনো থাকে তাহলে ওযুই হবেনা।এই জন্যই তায়াম্মুমের বিধান।যা সরাসরি কুরআনে এসেছে।
তাই এই পোস্ট পড়ে কোনো দ্বীনি ভাই ও বোন বিভ্রান্ত হবেন না।
খুব খুব গুরুত্বপূর্ণ আলোচনা
বর্তমানে অনলাইনে হাজারো জায়গায় হাজারো মানুষ এইরকম ফতোয়া দিয়ে বেড়াচ্ছে আর কতক মানুষ ফতোয়া খুঁজে বেড়াচ্ছে।কিছু গ্রুপের পোস্টের কমেন্ট বক্স লক্ষ করলেই আন্দাস করা যায় আমাদের দেশে মুফতির অভাব নাই।
কত মানুষ এই একটা ভুলের কারনে জাহান্নামে তাদের জায়গা করে নিচ্ছে তার হিসাব নাই।
Imtiaz Sahrin Imran মাসিক আল কাউসার সেপ্টেম্বর ২০২১ এর ঐটাতে সব দলিল পাবেন।আর আপনার কি ধারনা মাসিক আল কাউসার কোনো সাধারন লোকেরা পরিচালনা করে।
আর হ্যা ইসলামের বিষয়ে আপনিও একজন সাধারন মুসলমান হয়ে মন্তব্য করে বসলেন। যদিও আপনি এই বিষয়ে কুরআন হাদীস বিষয়ে কিছুই জানেন না। আপনিও ঐ ডাক্তারের মতো নিজের মন মতো যা বলার বলে দিলেন।
ইসলাম আজকাল এতো সস্তা হয়ে গেছে যেকেউ ইসলামের হারাম হালাল সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলে, নিজের যা মন চায় সেভাবে বলে বেড়ায়।
বিনা দলিলে মাসয়ালা দিয়ে দিলেন?
বাহঃ কি চমৎকার!
এই মাসয়ালা সম্পূর্ণ কুরআন সুন্নাহর পরিপন্থী।
আল্লাহ্ ইসলামকে সহজ করেছেন আর মুফতী সাহেব কঠিন করে দিচ্ছেন।
একধরণের যাদুর প্রচলন আছে বেশ, তা হলো ‘আসক্ত করার যাদু’। অর্থাৎ যাদু করে কাউকে নিজের প্রতি আসক্ত – অনুরক্ত বানিয়ে নেয়া। এটা সাধারণত পরিচিতজনদের মাঝেই কেউ করে থাকে। কখনো সন্দেহপ্রবণ স্ত্রী করে, কখনো সম্পদের লোভে পুত্র বা রক্ত সম্পর্কের কেউ করে। এই যাদুর সবচেয়ে জঘন্য ব্যবহার হচ্ছে, কোনও মেয়েকে পছন্দ করলে তাঁকে বিয়ে করার জন্য এই যাদু করা হয়। এই যাদু .........
ব্লগে পড়ুন বিস্তারিত #repost
... See MoreSee Less
1 day ago
Apnara msg seen koren na kno
চোখের সমস্যায় সুরা ক্বফ ২২নং আয়াতের শেষাংশ বেশ উপকারী। এর সাথে সূরা ফাতিহা।
আয়াতের অংশটি হচ্ছে-
فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْدٌ
অনুবাদঃ আমি তোমার থেকে পর্দা সরিয়ে দিয়েছি, তাই আজ তোমার দৃষ্টি হয়েছে প্রখর। (সূরা ক্বফ ২২)
কিভাবে এই আয়াত দিয়ে রুকইয়া করবেন?
নামাজ শেষ করার পর সূরা ফাতিহা এবং এই আয়াতটি পড়ুন, এরপর মুখের কাছে এক হাত .........
ব্লগে পড়ুন বিস্তারিত #Repost
... See MoreSee Less
2 days ago
♥️
শিউলী মোহাম্মদ রাসেল
পাত্রে হাফেজ ধার্মিক নার্সিং, মিডওয়াইফ বা ইঞ্জিনিয়ারিং শেষ বছরে পড়তেছে বা কমপ্লিট পাত্রী চাই, পাত্র অস্ট্রেলিয়ার স্টাডি করতেছে সুতরাং উচ্চশিক্ষিত পাত্রী দরকার অবশ্যই অস্ট্রেলিয়া যাওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্রীকে অবশ্যই ধার্মিক হতে হবে ধার্মিক ফ্যামিলির হতে হবে
ইনবক্সে নক করুন পাত্রের আইডি দেওয়া হবে
ZaYnab ZuLfa
আচছা এই চোখের সমস্যা টা কেন হয়
Noorjahan Begum
Nilufar Sultana
Julekha Akter দেখুন তো এখানে কি ধরনের সমস্যার কথা বলা হয়েছে৷
Fahmida Rahman dekho
এই অ্যাপটা প্রায় ১ বছর আগে ডিজাইন করা হয়েছিল। কিছু সমস্যার কারণে আপলোড করা হয়নি। তবে আলহামদুলিল্লাহ, তখন না করেই ভাল হয়েছে। এখন আমাদের গ্রুপের নিজের একাউন্টে ভালোমত আপলোড করতে পারলাম।
এই কাজে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিক, আমিন।
.
৭দিনের ডিটক্স নিয়ে তো আগেই বিস্তারিত আলোচনা করা হয়েছে, রুকইয়াহ বইয়েও আছে। এবার অ্যাপও হল। অ্যাপ এর .........
ব্লগে পড়ুন বিস্তারিত #Repost
... See MoreSee Less
2 days ago
Raihan Uddin Ahmod Munna
# রিপোস্ট
চোখের সমস্যার জন্য রুকইয়াহ
--------
চোখের সমস্যায় সুরা ক্বফ ২২নং আয়াতের শেষাংশ বেশ উপকারী। এর সাথে সূরা ফাতিহা।
আয়াতের অংশটি হচ্ছে-
فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيْدٌ
অনুবাদঃ এরপর আমি তোমার থেকে পর্দা সরিয়ে দিয়েছি, তাই আজ তোমার দৃষ্টি হয়েছে প্রখর। (সূরা ক্বফ ২২)
.
কিভাবে এই আয়াত দিয়ে রুকইয়াহ করবেন?
নামাজ শেষ করার পর সূরা ফাতিহা এবং এই আয়াতটি পড়ুন, এরপর মুখের কাছে এক হাত নিয়ে ফুঁ দিন, যেন ফুঁ চোখে লাগে। অথবা আঙ্গুলের মাথায় ফুঁ দিয়ে চোখ মুছে নিন। এভাবে প্রতি নামাজের পরেই করুন।
অফটপিকঃ সালাতের পরে করতে বলার কারণ হচ্ছে, ওই সময় দোয়া কবুল হয়। যেকোন রুকইয়াহ যেহেতু এক প্রকার দোয়া, তাই নামাজ শেষে রুকইয়াহ করলে উপকার বেশি পাওয়া যায়। এছাড়া অন্য সময়েও আপনি করতে পারেন, কোন সমস্যা নেই।
.
ছোটবেলায় নুরানী ১ম বা ২য় শ্রেণীতে পড়ার সময় কোন একজন শিক্ষকের কাছে আয়াতটির কথা শুনেছিলাম, তখন কিছুদিন এটা পড়ে বেশ উপকার পেয়েছি। পরে ভুলে গেছিলাম। সেদিন গ্রুপে কেউ একজন প্রশ্ন করলো, তাই আবার মনে পড়েছে। গতকাল এক মেম্বার বেশ ভালো ফিডব্যাক দিয়েছে এই রুকইয়াহ করে, তাই পাবলিকলি শেয়ার করা হচ্ছে।
আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। রুকইয়াহ করে আপনারা উপকৃত হচ্ছেন জানলে আমাদের ভালো লাগে, কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।
আল্লাহ্ যেন আমাদের কাজে বরকত দেয়, আমিন!
মূল লেখা: আব্দুল্লাহ আল মাহমুদ ভাই
মূল পোস্ট:
চোখের সমস্যার জন্য রুকইয়াহ
www.facebook.com/ruqyahbd.official/posts/576796892726688/
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
1469
Shares:
323
Comments:
32
Comment on Facebook
BiyeR jonno ruqaiya kivabe kore?
এটা যে চোখের জন্য উপকারী এমন কোন হাদীস বা সাহাবীদের আমলের বর্ণনা কি আছে?
1 bar kore sura fatiha porbo?
আজ 2দিন যাবত একটা পোস্ট pending .
জানিনা কিভাবে গ্রুপ পরিচালনা করেন👏
সাব্বাস👏
আল্লাহ তাবারকাতা'লা আপনাদের এই ফেসবুক গ্রুপের আর আপনাদের কাজের মাঝে বারাকাহ বাড়িয়ে দিক-আমীন ❤️
আসসালামু আলাইকুম, মুখের এলার্জির সমস্যা সমাধানের জন্য কোনো রুকইয়া৷ বা আমল থাকলে দয়া করে বলবেন???
আসসালামু আলাইকুম
এটা কি যে কোন চোখের সমস্যার জন্য?
আমার চোখের কালি সমস্যা।
আসসালামু আলাইকুম টিউমারের জন্য কি রুকাইয়া করব
Alhamdulillah aye ayat ta pore onek upokrito hoyeci.ami daily potek foroj namaz er por ayat ta pore cokhe fu day.
নামাজের ভিতরে তো দোয়া আরো বেশি কবুল হয়
আলহামদুলিল্লাহ,, আমি উক্ত রুকাইয়ার করেছি।।উপকারিতা পেয়েছি মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ
Minara Yesmin
ছোটবাচ্চার জন্য কি বড়রা এই রুক্বিয়া করে ওদের চোখে সরাসরি ফু দিলে হবে???
Assalamolaikum......Amar bangla likhar option nei..tai avabei likhci..sura fatiha koybar porte hobe r ei ayat koybar porte hobe?
Chokhe somossa hole, amio ata poei
Sukria onk important dowa janlam in sha Allah valo fol pabo
ফাতিহার পরে যদি একাধিক বার আয়াত টি পড়া হয় তবে কি রুকাইয়াহ করা হবে?
জাযাকাল্লাহ খাইরান।
Ami ki ei group er admin er sathe ektu direct kotha bolte pari msnger e ba imo te.kub dorkar
আসসালামু আলাইকুম। মাথাব্যথা এবং বুকের ব্যথার জন্য কোন রুকাইয়া আছে কি? থাকলে জানাবেন কি। খুবই উপকৃত হইতাম
আসসালামু আলাইকুম। চোখের যেকোনো সমস্যার জন্য এই রুকাইয়া করা যাবে...??
আসসালামু আলাইকুম কাইন্ডলি আমার পোস্ট টা এপ্রুভ করেন কেউ প্লিজ ইমার্জেন্সি খুব
৫ ওয়াক্তের নামাজে পড়া লাগবে কি? জানাবেন প্লিজ।
আমার আম্মু পড়তে পারে না আমি পড়ে দিলে হবে???
View more comments
**রুকইয়াহ বই প্রাপ্তিস্থান**
[vc_section][vc_row][vc_column width=”1/2″][vc_single_image image=”2860″ img_size=”medium” add_caption=”yes” style=”vc_box_outline” border_color=”turquoise” css_animation=”right-to-left” title=”বইঃ মুখতাসার রুকইয়াহ”][vc_column_text]
সেপ্টেম্বর ২০২১ থেকে ইসলামী বইয়ের দোকান এবং অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে:
[/vc_column_text][vc_column_text]এতে থাক� ......
সম্পূর্ণ লেখা পড়ুন-
... See MoreSee Less
রুকইয়াহ বই প্রাপ্তিস্থান
ruqyahbd.org
রুকইয়াহ বই প্রাপ্তিস্থান - Ruqyah Support BD
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
1
Shares:
0
Comments:
0
Comment on Facebook
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
13
Shares:
0
Comments:
4
Comment on Facebook
কিছু মনে না করলে একটা কথা বলি।
আগের কভার ফটোটাই থাকুক ব্যাকগ্রাউন্ডে। সেই ফটোর উপরেই এই লেখাগুলো বোল্ড আকারে থাকলে ভাল হবে ইনশাআল্লাহ।
ruqyah support bd মাঝের দিকে থাকলে আরও ভাল লাগত মনে হয়।
দারুন আইডিয়া! ভালো হয়েছে ডিজাইন।
বেসম্ভব সুন্দর হয়েছে, ক্রিয়েটিভিটি।
আসসালামু আলাইকুম।
আমার স্বামীর সাথে সম্পর্ক নষ্টের জন্যে আমার শাশুড়ি যাদু করেছেন। উনি কবিরাজের কাছে যাতায়াত করেন কারণে অকারণে। সম্পর্ক নষ্টের যতগুলো আলামত আছে সবগুলো খুব প্রবলভাবে মিলে। আমাকে সে দেখতে পারে না। আমার কথা কাজ সবকিছুতেই তার খারাপ লাগা কাজ করে। আমিও তাকে দেখতে পারি না আর। সে ঘরে থাকলে রাগ হয় আমার। তার সব কিছুতেই আমার খারাপ লাগা কাজ করে। আমাদের মধ্যে অত্যন্ত সুন্দর সম্পর্ক ছিল। বিয়ের এক বছর পর বুঝতে পারি আমার শাশুড়ি কবিরাজের কাছে গিয়ে কিছু করেছে। এখন এমন অবস্থা যে সমাজ কি বলবে তাই একসাথে আছি। নইলে 2 জন 2 জনকে চরম ঘৃণা করি।
আমার চেহারা নষ্ট হয়ে গেছে। মলিন, অসুন্দর হয়ে গেছে।
সারা বছর আমি কোন না কোন অসুখে ভুগতে থাকি, কখনও সুস্থ থাকি বলে মনে হয় না। ডাক্তার, টেস্ট, ওষুধ এসবের পেছনে অনেক খরচ হয়। পেটের বিভিন্ন ধরনের সমস্যা বেশি হয়।
আমাকে সঠিক রুকিয়ার সাজেশন দিয়ে সাহায্য করুন। আমি আগে বদ নজরের rukiya করেছি।
বি: দ্র: আমার হাজবেন্ড এখন আমার এখানে নেই। থাকলেও তাকে দিয়ে rukiya করানো সম্ভব না। যা করবো আমি নিজেই করবো।
সম্পর্ক নষ্ট আর বশের জাদু করা হয়েছে আমার হাজবেন্ড আর আমাকে কে। আমাকে সঠিক rukiya দিয়ে সাহায্য করুন।
জাযাকাল্লাহু খয়রন।
বি: দ্রঃ: কিছু মনে করবেন না, কোন পুরুষ এডমিন বা মডারেটর ভাই আমাকে সাজেশন দিবেন প্লিজ। কারণ আপনারা বেশি অভিজ্ঞ বলে আমার ধারণা। এই জন্যে এই রিকোয়েস্ট।
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
110
Shares:
1
Comments:
6
Comment on Facebook
امتله يسمين
ওয়া আলাইকুমুস সালাম। নেক্সট টাইম পোস্ট ডিলিট হলে আর পরামর্শ দেয়া হবে না আপনাকে।
যাদু শাশুড়ি-ই করেছেন কে বলেছে এটা?
আপনি আমাকে বদ নজরের rukiya করতে বলেছিলেন। আমি 4 তারিখ থেকে শুরু করেছি। অডিও শুনেছিলাম দিনে। আর রাতে পিডিএফ পড়েছিলাম। কিন্তু রাত হয়ে যাওয়ায় গোসল দেইনি সেদিন। পরের দিন দিয়েছি। সেদিন রাত 5 টায় ঘুম ভাঙ্গে। দেখি আমার শরীর কাপছে। বমি বমি লাগছে। শরীর ব্যাথা করছে। মাথা যে। কেমন কেমন লাগছে। তারপর কষ্ট হলেও ঘুমিয়ে যাই। আবার সকালে ঘুম থেকে উঠার পর দেখি একই অবস্থা। টানা 2 দিন শরীর কেপেছে। 1 দিন ভাত খেতে পারিনি বমি ভাবের কারণে। স্যুপ খেয়েছিলাম 1টা। কাল পর্যন্ত শরীর ব্যাথা ছিল। তবে আজ একটু কম। আমি কন্টিনিউ করে যাচ্ছি। আমার এমন সমস্যা হওয়ার কোন কারণ খুঁজে পাইনি। আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম। এসব কি বদ নজরের রুকীয়ার কারণে হয়েছে?
এই ধরনের শাশুড়ী এখন ঘরে ঘরে বেড়ে গিয়েছে আর সম্পর্ক গুলো নষ্ট হচ্ছে। নিজের ঘরে সমস্যা বাধিয়ে কি লাভ! আল্লাহর কাছে জবাবদিহিতার কোন ভয় নাই। আর উনারাই নিজের কাছের মানুষের কাছে সম্মান হারায়।
View more comments
পোস্ট এপ্রুভ করার পরে যদি ডিলিট-ই করে দিতে হয় তাহলে পোস্ট করে এই ফাজলামো করার যৌক্তিকতা কী ভাই?
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
85
Shares:
0
Comments:
14
Comment on Facebook
আসসালামু আলাইকুম
আমি গ্রুপে পোস্ট করেছিলাম। পোস্ট লিখতে গিয়ে অর্ধেক লিখেই হাতে চাপ পড়ে ডান হয়ে গেছে। আবার লিখতে গিয়ে ডান হয়ে গেছে। এভাবে কয়েকবার হয়ে গেছে। আমি ইচ্ছে করে বার বার করি নি। পরবর্তীতে ফিডব্যাক আসছে ডিকলাইন।
আমার পোস্টটা কি প্রত্যাখ্যান হয়েছে?
আমি কি আবার পোস্ট করবো?
আসসালামু আলাইকুম।
আমি একটা পোস্ট করেছি প্লিজ আপ্রুভ করে পরামর্শ দিবেন।
আসসালামু আলাইকুম। আমি পোস্ট টা প্লিজ এপ্রুভ করেন।
আসসালামু আলাইকুম।
কাল পোস্ট করলাম আজও আপ্রুভ হলো না।
খুব বিপদে আছি ,দয়া করে সাহায্য করুন।
আসসালামুয়ালাইকুম । আমি একটা পোস্ট করেছি দয়া করে দ্রুত অ্যাপ্রভ করলে উপকৃত হবো ইনশাআল্লাহ।আমি খুব খারাপ অবস্থায় আছি উঠে দাঁড়ালে মাথা ঘোড়াচছে ।আর কিছু কিছু সময় সময় মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। খুব বাজে একটা পরিস্থিতিতে আছি সঙ্গে মাথা ব্যথা হতাশা। প্লীজ আপনাদের সাজেস্ট আমার খুব প্রয়োজন সে অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ 🙏
আমার পোস্ট এপ্রুব হয় না কখনোই
আসসালামুয়ালাইকুম আমার পোস্ট টা এপ্রুভ করবেন প্লিজ।
অনেক ন্যাস্টিক জিনিস এপ্রুভ করা হচ্ছে আর আমি একটা পোস্ট করেছিলাম ২দিন হলো এপ্রুভের কোনো নাম নাই.... বলতে গেলে খুব খারাপ হয়ে যায়। সবকিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না তারপর ও কিছু পরামর্শের জন্য আল্লাহ উছিলা খুঁজতে বলেছেন। তবে এ গ্রুপের কি নিয়ম আল্লাহ ভালো জানেন...
Raziuddin Ahmed ভাই আমি কি আমার কোনো লেখায় বা রুলস মানায় কোনো ভুল করেছি, একটু বলে দিলে ভালো হতো। আমি আপনার সাজেশনে আমার হাসব্যান্ড এর জন্য নেয়া রুকইয়াহ আমি নিজে করেছি কারণ ওনাকে দিয়ে করানো সম্ভব না তাই। আপডেট দিয়েছি, নিম্নক্ত রুকইয়াহ মাঝখানে 15 দিন বন্ধ ছিল এখন আবার 5 দিন যাবত করছি।আর আমার এখন কি করা উচিৎ। আমি এই নিচের আপডেট আপনাকে দিয়েছিলাম 7 সপ্তাহ আগে। এই আইডি থেকে www.facebook.com/groups/ruqyahbd/permalink/1640331206154192/ রুকইয়াহ নিয়েছিলাম অনেক দিন আগে। আজকে ২৩ দিন হলো আমি রুকইয়াহ শুরু করেছি। যা যা করছি তা হলো সিহরের পানি দুই বেলা খাওয়া বেশিরভাগ সময় সারাদিনই খাচ্ছি,সিহরের গোসল প্রতিদিনই করছি। বরই পাতার গোসল এখনো করতে পারিনি। আর আমি অডিও শুনতে পারিনি সিহরের বড় লিস্টে দেয়া আয়াতগুলো একত্রিত করে ছাপিয়ে এনে প্রতিদিন ১ বার করে পরছি তবে পড়তে পড়তে এখন এমন হয়েছে যে প্রতিদিন
২|৩ বারও পড়তে পারব মনে হয়। এখন প্রতিক্রিয়া হিসেবে দিনে ২\৩ বার চোখ জ্বলে অস্থির করে পুরো শরীর কেমন যেন হঠাত্ করেই ঝিমিয়ে পরি ।সপ্নে কিসব দেখে ঘুম থেকে উঠে খারাপ লাগে কিন্তু মনে করতে পারিনা। ৩|৪ দিন যাবত শরীরটা হালকা লাগছে, অনেক দিনের পরে থাকা কাজও করতে পারছি। আর একটা কথা যা আগে বলা হয়নি রুকইয়াহ করছি আমার হাসব্যেন্ডর নিয়তে ওনাকে দিয়ে করানো যাবে না তাই। পানি ওনাকেও খাওয়াচ্ছি, গোসল একদিন করিয়েছি,তবে প্রতিদিন সম্ভব না। ওনার প্রতিক্রিয়া হচ্ছে শরীর খুব বেশি খারাপ লাগছে,মনে হচ্ছিল শরীর মাথা কোনো কাজ করছে না।হ্যাং হয়ে গেছে। ২ দিন হলো একটু ভালো। আগের আইডি থেকে আর লেখা যাবেনা।আর এখন কি করবো?
approve my post
আসসালামু আলাইকুম।আমার পোস্ট টা এপ্রুভ করেন প্লিজ।
Raziuddin Ahmed@ আসসালামু আলাইকুম।
আমি কি আপনারকে inbox এ নক দিতে পারি? আমার কিছু ব্যাক্তিগত প্রবলেম ছিল।
আমি আমার পোস্টটা করার পর খেয়াল করলাম আমার ফেমিলির অনেক মেম্বার এই গ্রুপে রয়েছেন। তাই পোস্টটা ডিলিট করে দিয়ে আবার এনোনিমাসভাবে পোস্ট করেছি ভাই।
Assalamualaikum.. amr post approve hoy na knn😥
View more comments
আপনাকে কয়েকটা রুকইয়াহ সাপোর্ট বিডি গ্রুপের লিংক যদি দেই তাহলে আপনি কিভাবে আসল গ্রুপটা চিনবেন? কমেন্টে লিখুন।
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
78
Shares:
0
Comments:
42
Comment on Facebook
গ্রুপে মেম্বার সংখ্যা দেখে
সাইট ইনফরমেশনের এড্রেস দেখে। তবে এটা তো আর সবসময় খেয়াল করা হয়না, ধোঁকা খেয়ে সাবধান হয়েছি।
মেম্বারস সংখ্যা, এডমিন, প্রোফাইল পিকচার নিয়ম গুলো , মাহরাম - ননমাহরাম বিষয়টা, পোষ্ট এপ্রুবের ধারাবাহিতা, পোষ্ট করার নিয়ামাবলি, ইনবক্স নট এল্যাউ এইগুলো আমার কাছে মনে হয়।
Group description & group web address group members quantity, group management team..etc.
In Shaa Allah...
আপনাদের মতো হুবুহু আরেকটা গ্রুপ দেখলাম।
আসসালামু আলাইকুম ভাইয়া
আসল রুকাইয়া গ্রুপ চিনবো মেম্বার সংখ্যা ও, এডমিন ভাইয়া দের অনেক এর নাম জানি! আর অনেক বিষয়ে গ্রুপের মধ্যে পোস্ট ও পড়ি এতে করে কোনটা আসল কোনটা নকল এমনি বুঝতে পারবো আশা করি।
এডমিন আমি খুবই দুঃখিত এখানে কমেন্ট করার জন্য। আমার সমস্যা টা জটিল এই অবস্থা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? আমার পোস্ট টা তে দয়া করে বলেন।
Ahmed robin, vaia k age khujbo.. Kono com e pai kina
যেখানে পসা এডমিন আছে সেটা আসল গ্রুপ
ভাইজান! আমি এ গ্রুপে প্রায় শুরু থেকেই আছি। তবে এত এক্টিভ না। রুকাইয়ার ক্ষেত্রে আব্দুল্লাহ আল মাহমুদ ভাই ও এ গ্রুপের ভাইদের প্রতি বেশি আস্থা রাখি। কিন্তু এখন আমার এক বন্ধুর খুব সমস্যা হচ্ছে, বোবায় ধরা ইত্যাদি আছে।মোটামুটি বদনজর,ওয়াসওয়াসা ও জিনের আসর আছে। আমি এখন রাকি খুজছি। কিন্তু ঐভাবে কাউকে পাচ্ছি না। আপনাদের পক্ষ থেকে বলা আছে,নিজেরা যেন খুজে নেই, যদি আপ্নারা সামান্য হেল্প করতেন। খুশি হতাম। কমেন্ট করতেও ব্যন খাওয়ার ভয় হয়! 😢
আমার অনেক ফ্রেন্ডরা এড আছে তাদেরকে দেখে,বা যদি আমার ফেকাইডি হয় তবে গ্রুপের রুলস মেম্বারস দেখে।
চোরদের গ্রুপের ব্যানার আমাদেরটা। ওই ব্যানারে যে এড্রেস দেয়া আছে নিচে, ওই এড্রেস এ কোন গ্রুপ আসে দেখবো
Followers o members dekhei sogoje boja jay konta real r konta fack ... obviously ai group ta real ...Ami follower dekhei new I'd theke add hoyesi
যে গ্রুপে একটা রিয়েক্ট /কমেন্ট করতে গিয়ে হাজার বার ভেবে ভেবে ও মিউট/ব্যান খাওয়ার ভয়ে করিনা সেটাই আসল গ্রুপ।😁
গ্রুপ এর পিনড পোষ্ট দেখেই বুঝে নেই এইটা আসল গ্রুপ আর এডমিনদের নাম গুলো কয়েক জনের মনে আছে তাদের গ্রুপ পোষ্ট দেখলেই চিনেফেলি
Group er member & specially post er suggestion e Abdullh al mamun & Ahmed Robin vaiyer comment dekhe.
যেই গ্রুপটাতে আছি সেটাই আসল। অন্য গ্রুপের লিংক দিয়ে কি করবো?
মেম্বার সংখ্যা, গ্রুপ রুলস, এডমিনদের নাম এবং আচরন মানে ভয় ভয় লাগলে আসল আরকি!! 🤣
memeber der post dekhe pin post e
6 lac members
এডমিনদের নাম দেখে🥰🥰
মেম্বারের সংখ্যা দেখে।
গ্রুপের পসা অ্যাডমিনের সাথে সে কড়া বলে কারো সাথে ঝগড়া লাগছে কি না দেখে🤣
গ্রুপের মেম্বারস আর এডমিনদের নাম দেখলেই বোঝা যায়। আমিও একবার গ্রুপ খুঁজে না পেয়ে আরেকটা গ্রুপে অ্যাড হয়ে গেছিলাম। তখন শুধু Anwar ShahShah আর আপনার নাম জানা ছিল। তাই বুঝতে পারছি যে আমি ভুল গ্রুপে চলে আসছি😑
Ahmmad Robin ভাই বিরক্ত না হলে আরেকটি জিনিসের ব্যাপারে একটু হেল্প করলে কৃতজ্ঞ থাকতাম। আমি রুকাইয়া শিখতে চাচ্ছি। এখন কোত্থেকে শিখতে পারি। এ ব্যাপারে কোন সাজেশন দেওয়া যায় কিনা?
View more comments
আসসালামুয়ালাইকুম,
আমি অনেক সমস্যায় আছি,প্লিজ আমাকে সাহায্য করুন।
আমার বয়স ২৬+, কিন্তু কোন সম্বন্ধ আসেনা,আর আসলেও ফিরে যায়...
আমি বিয়ের অনেক আমল করেছি তাও কিছু হচ্ছেনা।
আমাকে হেল্প করেন প্লিজ
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
16
Shares:
0
Comments:
4
Comment on Facebook
ওয়া আলাইকুমুস সালাম। এই লিংক পড়েনঃ
www.facebook.com/groups/ruqyahbd/permalink/1294736887380294/
ওয়া আলাইকুমুস সালাম
Sultana Akter Eity
(১)সপ্নে বেশি বেশি সহবাস করা
(২)ওজন কমে যেতে পারে যদি নজর দেয়।নজর
(৩)স্বপ্নে অপরিচিত/পরিচিত ব্যক্তি দেখা
বা খুব লম্বা মানুষ দেখা
(৪)স্বপ্নে বিভিন্ন প্রাণী দেখা
(৫)নির্দিষ্ট সপ্ন বারবার দেখা।
(৬)অতিরিক্ত যৌন চাহিদা বেড়ে যাওয়া
মাথায় খারাপ অশ্লীল চিন্তা ঘুরাফেরা করা
(৭)ওয়াসওয়াসা ওযু গোসলে সন্দেহ।(এটা আমি বুজিনা)
(৮)মেয়েদের প্রচুর সাদাস্রাব (Leucorrhoea) হওয়া।
(৯)ঘুম থেকে উঠলে সারা গায়ে ব্যাথা থাকা।
বিয়ের আলোচনায় চেহারা বদলে যাওয়া
(১০)ঘুম থেকে উঠলে শরীরে ব্যাথা থাকা
(১১)বিয়ে ভেংগে যাওয়া
ইত্যাদি আরও লক্ষণ আছে।
৭.৮ছাড়া বাকি গুলো আছে কি করনিয় আমি রুকাইয়া কিছু বুজিনা
এডমিন আপনি দয়া করে উওর দিবেন।
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
84
Shares:
2
Comments:
8
Comment on Facebook
F
গায়ে বা ঘরে কোন তাবিজ আছে কি?
বিয়ের আলোচনায় চেহারা বদলে যাওয়া এইটার জন্য কি করনীয়?
Ami post korci onkdin dore kindly anr post ta approve koren plz
প্রচুর সাদাস্রাব গেলে কী হয় আপু? আমার গত সাত মাস হচ্ছে অনেক সাদাস্রাব যায় আর শুকায়া যাইতেছি আমি অনেক
View more comments
প্লিজ হেল্প মি ।আমার ডিভোর্সের পর আমার মনে হচ্ছে আমি পাল্টে গিয়েছি বয়স 21 ।ইদানিং মনে হচ্ছে আমার রাগ প্রচুর পরিমানে বেড়েছে ।আমাকে কেউ কিছু বললে সহ্য করতে পারি না ।বিয়ে করতে ইচ্ছে হয় না ।ছেলেদের বিশ্বাস করতে ভয় হয় ।কোনো ছেলেকেই আমার ভালো লাগে না ।আমার মনে হয় আমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবোনা ।মনে হয় ছেলেরা খারাপ এমন কেনো মনে হয় ।কেনো আমার এত রাগ ।আগে তো আমি এমন ছিলাম না
সব ছেলেরা খারাপ না ।কিন্তু কেনো আমি কাউকে ভরসা করতে পারি না
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
106
Shares:
0
Comments:
13
Comment on Facebook
এছাড়া অন্য কোনো শারীরিক বা মানসিক সমস্যা আছে?
নিচের লিংকের লেখাটা পড়বেনঃ
www.facebook.com/groups/ruqyahbd/permalink/1697505197103459/?app=fbl
এটা হতে পারে মানসিক সমস্যা। আগে একজন সাইকিয়াট্রিস্ট দেখান। আর এছাড়া অন্য কোনো সমস্যা আছে কি না বলুন। গ্রুপের যারা পরামর্শ দেয়, তারা সাহায্য করবেন ইন'শা'আল্লাহ
মেয়েদের ডিভোর্স হলে এমনই লাগে
সিনামাটিকহয়ে গেছেন বেশি।সাভাবিক মাইন্ডে ফিরে আসেন।সব ঠিক হবে
এইসব হয়
যেমন আমার কোনো মেয়ে সহ্য হয় না
View more comments
আসসালামু আলাইকুম
আমার বয়স২৮ এখনো বিয়ে হয়নি।অনেক কষ্টে আছি।আববা আম্মার ভাই বোন সবাই আমার জন্য কারো কাছে মুখ দেখাতে পারছেন না।আমার বিয়ের প্রস্তাব কখনো বেশি আসতো না আর যা আসে শুধু ছেলে পছন্দ হয়,ছেলে মা বা ভাই বোনদের হয় না।সব বিয়ের প্রস্তাবে এমন হচ্ছে। আগে হূজুর ও দেখিয়েছি সবাই বলে বিয়ে বন্দ,তবিজ দিয়েছে কোন কাজ হয় নি।আজ ১বছর ধরে তবিজ খুলে পেলে দিয়েছি।আামার অনেক সময় মন চাই বিষ খেয়ে মরে য়ায।আর কথা সয্য হয় না।আল্লাহ রহমতে দেখতে ও খারাপ না।আব্বু আম্মু রাগ করে অনেক সময় বলে আনি তাদের জন্য অভিশাপ। আমাকে একটু সাহায্য করেন।আল্লাহ কাছে ও অনেক দোয়া করছি।জানি না আল্লাহ কবে কবুল করবেন। আমার জন্য একটু দোয়া ও করবেন।
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
602
Shares:
6
Comments:
42
Comment on Facebook
গ্রুপের দায়িত্বশীল ছাড়া কেউ কমেন্ট করবেন না, অযাচিত প্রশ্ন করে পোস্টকারী কে বিব্রত করবেন না, মিউট বা ব্যান হবেন।। #v
মেম্বাররা গ্রুপে সাজেশন দিবেন না।
মেম্বারদের কমেন্টগুলো ডিলিট করার পাশাপাশি ক্ষেত্রবিশেষে মিউট এবং ব্লক করা হয়। তাই কমেন্ট করা থেকে বিরত থাকুন। এটা দলবেঁধে সবাই সাজেশন দেয়ার মত গ্রুপ না।
গ্রূপের দায়িত্বশীল ব্যতীত অন্য কোনো মেম্বারের সাথে যোগাযোগ করে প্রতারিত হলে আমাদের গ্রূপ এবং এর দায়িত্বশীলগণ কেউ দায়ী থাকবেন না।
সেইম অবস্থা তবে
আমার ও একই অবস্থা
দোয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম জীবন সঙ্গী দান করেন
ওয়া আলাইকুমুস সালাম
নিজে কিছু করে খান তাহলেই আর এত বোঝা হতে হবেনা।
Keep faith in almighty Allah...He is the planner..and everything will happen as per wish ..dont worry dear..people will say lots of things but u need not to worry ..cz allah will help u out..in sha Allah.....
আপনার মনের কথা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বোন৷ নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য সব কিছু সহজ করে দিবেন।
" হে ঈমানদারগন! তোমরা নামাজ এবং ধৈর্যের দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণ কারিদের সাথে আছেন"।
সূরাঃ আল-বাকারা, আয়াতঃ ১৫৩-১৫৪।
View more comments
আসসালামু আলাইকুম।
আমার মেজো মামার ৫ মেয়ে।
৪ মেয়ের পর ১ ছেলে সন্তান হয়েছিলো। কিন্তু জন্মের সময় মারা যায়।
তারপর আরেকটি মেয়ে (৫ম) হয়।
১ম মেয়ে (বড় মেয়ের) বিয়ে হয়েছে প্রায় ৮ বছর।
তার স্বামী প্রবাসী। তার বিয়ের ১ বছর পর প্রথম সন্তান (ছেলে) ১০ মাস গর্ভে থাকা অবস্থায় মৃত্যু হয়। মৃত ছেলে সন্তান প্রসব করে। তারপর ১টি মেয়ে সন্তান জন্ম হয়। বয়স ৪ বছরের বেশি। আলহামদুলিল্লাহ মেয়ে সন্তান সুস্থ আছে। তার পর আবার গর্ভে ৬ মাস থাকা অবস্থায় আরেকটি ছেলে সন্তান মারা যায়। ফলে ৬ মাসের মৃত ছেলে সন্তান প্রসব হয়।
২য় মেয়ের বিয়ে হয়েছে প্রায় ৩ বছর। তার স্বামী দেশেই ব্যবসা করে।তারও প্রথম সন্তান ছেলে হয়। কিন্তু জন্মের ১ ঘন্টা পর মারা যায়। ডাক্তার বলেছিলো বাচ্চার হার্ড দুর্বল তাই অক্সিজেন দিতে হবে এবং উন্নত চিকিৎসা দিতে হবে । ঐ হাসপাতাল থেকে অক্সিজেন লাগিয়ে অন্য হাসপাতালে নেয়া অবস্থায় গাড়িতেই মারা যায় ।
জন্ম মৃত্যু মহান আল্লাহর ইচ্ছা।
কিন্তু মামার এবং মামার ২ মেয়ের (ছেলে সন্তান গর্ভে বা প্রসবের সময় অথবা প্রসবের ১ ঘন্টা পর) মারা যায়।
অনেকেই তাদেরকে ছেলে সন্তান নিয়ে কুটু কথা বলে।
তাদের ছেলে সন্তানের এভাবে মৃত্যু হওয়াটা শশুর বাড়ির ও প্রতিবেশী লোকজন অস্বাভাবিক ভাবে দেখছে।
এমতাবস্থায় আমার ২ মামাতো বোনের এভাবে ছেলে সন্তান মারা যাওয়ার ব্যাপারে কোন রুকাইয়াহ আছে কি?
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
102
Shares:
0
Comments:
5
Comment on Facebook
Yeah Allah Tumi maf koro.khub kosto pylm
আমার ও প্রথম ছেলে ৭ দিন এর সময় মারা যায়। তারপর ২ নষ্ট ইছে ছেলে না মেয়ে জানিনা।এর পর গত ১৬ তারিখ আর একটা ছেলে সন্তান পেটের ভিতর মারা যায়। আমিও বুঝিনা কেন এমন হচ্ছে
অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে বিয়েশাদি করলে এই সমস্যা হয়, আর সেম ব্লাড গ্রুপ কিংবা আর এইচ ফ্যাক্টরের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। আমার ছোট মামার এই সমস্যা ছিলো তার কোন ছেলে সন্তান বাঁচতনা কারণ মামী আমাদের আত্মীয় ছিল।আর সর্বোপরি সব হায়াত মউতের মালিক আল্লাহ।
ডাক্তারী কেইস। রুকইয়াহ সংক্রান্ত কিছু না।
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সবই তার ইচ্ছা
View more comments
আসসালাআলাইকুম,
আমাদের বিয়ের ১২ বছর হয়েছে। আমাদের একটি ৬ বছরের কন্যা সন্তান আছে। এই ১২ বছরের বিয়েতে কখনোই আমার সাথে আমার হাসবেন্ডের কোন ধরনের মনোমালিন্য হয়নি তেমন। কিন্তু কয়েক মাস আগে আমি আমার হাসবেন্ডের ব্যবহারে এক ধরনের পরিবর্তন দেখতে পাই। সে প্রায়ই তার অফিসের এক কলিগের সাথে ফোনে কথা বলত, একসাথে অফিসে যেত এবং সংসার থেকে সে অনেকটা অমনযোগী হয়ে যাচ্ছিলো। আমার সন্দেহ হয় সম্ভবত আমার হাসবেন্ড কোন ধরনের পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। এবং এই ব্যাপারে আমি তাকে জিজ্ঞেস করলে সে বলে মহিলাটি উনার অফিসে কাজ করে এবং বিবাহিত এবং তার সাথে আমার হাসবেন্ডের কোন সম্পর্ক নেই।উক্ত মহিলার নিজেরো দুইটি সন্তান আছে এবং এর আগেও উনার একবার বিয়ে ভেংগে গিয়েছিলো। এরপর উনি আমাকে বলেন উনি কখনোই এমন কিছু করবেন না যেন আমাদের সংসারের শান্তি নষ্ট হয়।
এর কিছুদিন পর একদিন আমি কিছূটা সন্দেহপ্রবন হয়ে তার ফোন চেক করে জানতে পারি উনি সম্প্রর্কে জড়িয়ে পড়েছেন অই অফিসের মহিলার সাথে। উক্ত মহিলা তাকে আমার ব্যপারে যা তা বলে আমাকে ছোট করত এবং আমার হাসবেন্ড কে আমার বিরুদ্ধে যাওয়ার জন্য উস্কানি দিতো যা আমি মেসেজগুলো দেখে বুঝতে পারলাম। আমার বিশশাস হচ্ছিলো না আমার হাসবেন্ড যিনি কখনোই আমার সাথে কখনোই খারাপ কোন আচরণ করেননি কিন্তু এখন এসব কথা সহ্য করছেন এবং সায় ও দিচ্ছেন। ।
আমি তখন অন্তন ক্রুদ্ধ হয়ে আমার হাসবেন্ড এর সাথে অনেক ঝগড়া করি। আমি তখন সম্পুর্ণ ভাবে ভেংেগ পড়েছিলাম তাই আমি নিজেকে সাম্লাতে পারিনি এমন আচরণ থেকে। এরপর থেকে আমার হাসবেন্ড আরো উদ্ভট আচরণ শুরু করেন।
উনি মুখে বলেন উনি যা করেছেন তা ভুল এবং ক্ষমা চান আমার কাছে প্রায়ই এবং সব ঠিক করে দিবেন বলেন।কিন্তু উনি প্রায়ই আমার সাথে খারাপ ব্যবহার করেন। এমনকি উনি উনার অফিসের বাকি কলিগদের কেও বলেন যে আমাকে নাকি তিনি এক মুহুর্তের জন্য সহ্য করতে পারছেন না কিসের জন্য। আমি কাছাকাছি আসলেই উনি বিরক্ত বোধ করেন। এমনাবস্থায় আমি অনেক মানসিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছি। আমার মেয়েটা একটা খারাপ পরিস্থিতি দিয়ে যাচ্ছে।
আমি বর্তমানে আমার বাবার বাসায় আছি। এখান থেকে কিভাবে কি ধরনের প্রসেস ফলো করলে আমি এর থেকে পরিত্রান পেতে পারি আমাকে দয়া তা জানাবেন। আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন।
Please check urgent.
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
35
Shares:
1
Comments:
1
Comment on Facebook
ওয়া আলাইকুমুস সালাম। রুকইয়াহ সংক্রান্ত সমস্যা বলে মনে হচ্ছে না। তবুও চেক করতে চাইলে আপনার স্বামীকে আপনি নিচের লিংক থেকে শাইখ সুদাইস এবং শাইখ লুহাইদান এর অডিও দুইটা একবার করে শুনে জানাতে বলবেন উনি কেমন ফিল করছেন। একটা শুনে কিছুক্ষণ গ্যাপ দিয়ে আরেকটা শুনবেন। অযু থাকলে ভালো কিন্তু আবশ্যক না।
www.ruqyahbd.org/download
আসসালামু আলাইকুম,,,,
দীর্ঘ দিন ধরে একটা সমস্যাই আমার পরিবার ভুগছে।আমার একটা বড় ভাই আছে।সে দীর্ঘ দিন পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহার করে।তার আচারণ বিভিন্ন সময় বদলায়।কখন ও কখন খুব ভালো ব্যবহার করে আবার কখন ও খুব খারাপ ব্যবহার করে।সে আমার আম্মু কে পাগল বলে ও ডাক দেয় আবার কখন ও খুব বেশি ভালবাসে।পরিবারে সবার সাথে খারাপ ব্যবহার না করলেও আমার এবং আম্মুর সাথে রূঢ় ব্যবহার করে।দিনের পর দিন তার আচ্চারণ খারাপ হয়ে যাচ্ছে।সে রাতেবেলা দীর্ঘ সময় বাহিরে থাকতে পছন্দ করে।রাতে তার ঘুম আসে না বিভিন্ন অদ্ভুদ সপ্ন আসে।যেমন: কেউ তাঁকে মারতে আসছে।
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
8
Shares:
0
Comments:
2
Comment on Facebook
ওয়া আলাইকুমুস সালাম। উনি নিচের লিংক থেকে শাইখ সুদাইস এবং শাইখ লুহাইদান এর অডিও দুইটা একবার করে শুনে জানাবেন কেমন ফিল করছেন। একটা শুনে কিছুক্ষণ গ্যাপ দিয়ে আরেকটা শুনবেন। অযু থাকলে ভালো কিন্তু আবশ্যক না।
www.ruqyahbd.org/download
Raziuddin Ahmed আসসালামু আলাইকুম।
আপনার কথা মত নিয়ম এ তাবিজ নষ্ট করেছি এবং লিংক এর লেখা আমি আর আমার আম্মু মন দিয়ে পড়েছি।করণ আমার ভাই আর আব্বু কে বললে তারা রুকাইয়া করবে না।।প্রথম কয়েক দিন সে ভালো ছিল।কিন্তু তারপর থেকে সে আর ও বেড়ে গিয়েছে।রাত এ বেলা বেশি ক্ষণ বাইরে থাকতে চাই আর আম্মু তাঁকে মারতে গেলে হাত ধরে নাই।খুব খারাপ আচরণ করে।এখন বলুন কি করব? কিছু খুজে পাচ্ছি না।
আসসালামুয়ালাইকুম
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।একটা সমস্যার কারণে নতুন আইডি খুলে পোষ্ট করছি ।
দয়া করে আমার পোষ্টটা এপ্রুভ করবেন এবং আমাকে সাহায্য করবেন।
আমি খুব সমস্যায় আছি। বয়স ২৯+ বিয়ে হচ্ছে না অনেক বছর ধরেই চেষ্টা করা হচ্ছে। সমন্ধ প্রথমে আসে কিন্তু পরে আর এগোয় না। আমার পরিবার থেকে হুজুর, কবিরাজ অনেকের কাছে গেছে সবাই বলে বিয়ে বন্ধ করে রাখছে।
সম্প্রতি একজন বললো আমি নাকি ৬ ষ্ঠ শ্রেণিতে পরার সময় একটা জিনের উপর পাড়া দেই তাই নাকি বিয়ে বন্ধ করে রাখছে।
কিন্তু আমি এইসব করতে চাই না । আমি দ্বীনের পথে চলতে চাই।
কিন্তু সেটাও পারছি না । নামায পরতে আলসেমি লাগে।
মাথা ব্যাথা এবং অনিয়মিত পিরিয়ড চিকিৎসা করে ও কিছু হয় নাই।
আমার পরিবার আমার বিয়ে নিয়ে খুবই চিন্তিত আমার ছোট বোন আছে তার বয়স ও ২২+ আমার জন্য তাকে ও বিয়ে দিতে পারছে না।
আমাকে সাহায্য করবেন প্লিজ।
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
17
Shares:
1
Comments:
1
Comment on Facebook
ওয়া আলাইকুমুস সালাম। এই লিংকের সব লেখা মন দিয়ে পড়ে জানাবেন, যাদের কাছে গিয়েছিলেন যাওয়াটা ঠিক হয়েছে কিনা।
www.facebook.com/groups/ruqyahbd/posts/1741715299349115/
আসসালামুআলাইকুম। আমার বিয়ের বয়স ৬ বছর।একটা সন্তান আছে।স্বামী জুয়া + ফোনে ভয়াবহভাবে আসক্ত। ফোনেই বিভিন্ন মেয়েদের সাথে চ্যাটিং করে।অনেক বার এসব নিয়ে অনেক ঝামেলা হয়েছে।সংসার ভেঙে যেতে যেতে টিকে আছে।ভালবেসে বুঝিয়েছি,রাগ অভিমান করে বুঝিয়েছি, কোন লাভ হয়নি।এখন আমি নিশ্চুপ হয়ে আছি।সন্তান নিয়ে সময় পার করছি।একাসাথে থেকেও মাসের পর মাস কোন প্রকার শারীরিক সম্পর্ক হয় না।সে সারারাত ফোনে জুয়া খেলে,সারাদিন ঘুমায়।আমাদের কোন স্বাভাবিক কথাও হয় না।হয়ত মাঝে মাঝে সামাজিকতা মেইনটেইন করতে আমরা একসাথে আত্মীয় এর বাসা যাই,এটা ওটা করি।সেটা শুধু লোকদেখানো।সবাই ভাবে আমরা খুব হ্যাপি কাপল।কিন্তু এভাবে থাকতে থাকতে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি।আমি চাইনা আমাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাক।সে জুম্মার নামাজটা শুধু পরে।সেটাও মাঝেমাঝে মিস করে।করোনাকালীন সময়ে যখন খেলা বন্ধ ছিল তখন সে নামাজকালাম পড়তো এমনি তাহাজ্জুদও পরতো।কিন্তু করোনা শেষ হয়ে খেলা শুরু হলে আগের তুলনায় আরও বেশি এই জুয়ার নেশায় পরে গেছে।
এখন আমি কি করতে পারি তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে😢?দয়াকরে পরামর্শ দিবেন🙏🙏
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
219
Shares:
1
Comments:
6
Comment on Facebook
ওয়ালাইকুমুসসালাম, এই সমস্যার জন্য কোন রুকইয়া নেই। ভালো মানুষদের সাথে মিশলে তাদের প্রভাব পড়বে আল্লাহ চাইলে৷ উনাকে তাবলীগে পাঠাতে পারেন।
same
Ai online juya j koto. Songsar nosto korce
Amio. Er vugtovugi😓😓😓
Allah hedayet dik sokol. K
Same
amr sami ai sobe ashokto ase ki na janina tobe temn somporkonei apnr motto
অফটপিক, সারা রাত জুয়া খেলে আর সারাদিন ঘুমায়। তাহলে আপনাদের সংসার চলে কেমনে?
View more comments
আসসালামু আলাইকুম
আমার এক বোনের হয়ে পোস্ট করা।
আমার বোন বিবাহিত। আপুর স্বামী বিদেশ থাকে ৪বছর ১মাসের একটা মেয়ে আছে। আমাদের অনেক বেশি ঝগড়া হয়, ঝগড়া হলে সে কথা বলতে চায় না, আমাকে ইগনোর করে, ঝগড়া শেষ হলে সে আমাকে অনেক বলে সে এমন করতে চায় নি, এমন বলতে চায় নি।আমাকে ঠিক মতো সংসার খরচ দেয় না মেয়েকে নিয়ে বাসা ভাড়া থাকি।আমার বাবার বাড়ীর কোনো সদস্য সে দেখতে পারেনা আমাকে তাদের সাথে মিশতে দেয়না।বিয়ে করে বিদেশ চলে গেলো আর আসে না কথায় কথায় আমাকে তালাক দিবে। বিয়ের ছয় বছরে পা দিলাম কখনো শান্তি পাই নাই। তার মা বোন বলে আমাকে সংসার খরচ দিতে না করে।আর অনারা তাবিজ করে আমি এখন কি করবো পথ খিজে পাই না। আমাদের অনেক সুন্দর সমপর্ক নষ্ট হয়ে যাচ্ছে। কোনো বদনজর বা অন্য কিছুর সমস্যা কিনা বুঝতে পারছি না। আমাদের সম্পর্কটা আগের থেকেও সুন্দর করতে এই মুহূর্তে কি করা উচিত..??😔
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
24
Shares:
0
Comments:
4
Comment on Facebook
ওয়া আলাইকুমুস সালাম। গায়ে বা ঘরে কোনো তাবিজ আছে কিনা জানাবেন।
গায়ে নাই তবে ঘরে আছে কিনা সঠিকভাবে জানি না
সাহায্য চাই
**পিরিয়ড অবস্থায় আয়াতুল কুরসি এবং তিনকুল পড়ার বিধান **
প্রশ্ন: পিরিয়ড অবস্থায় ঘুমের আগে আয়াতুল কুরসি এবং চারকুল পড়া যাবে? এটা তো সুন্নাহ। আমি শুনেছি এ অবস্থায় কেউ একটি আয়াত পড়লেও তাকে অভিশাপ দেওয়া হয়। আমি কি এই আয়াতগুলো পড়তে পারব? নাকি না? এই অবস্থায় আয়াতে কারীম তেল� ......
সম্পূর্ণ লেখা পড়ুন-
... See MoreSee Less
পিরিয়ড অবস্থায় আয়াতুল কুরসি এবং তিনকুল পড়ার বিধান
ruqyahbd.org
পিরিয়ড অবস্থায় আয়াতুল কুরসি এবং তিনকুল পড়ার বিধান - রুকইয়াহ বেসিক - Ruqyah Support BD
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
372
Shares:
34
Comments:
36
Comment on Facebook
Amio jante Chai
F
Amio jante chai
Sura milk ,sura bakarah ki pora zabe?
F
💗💗
আমি শুনেছি এগুলো মাসনুন আমল। পিরিয়ড হলেও বালা মুসিবত থেকে হেফাজত থাকতে চাইলে আজীবন নিয়মিত এ আমল করতে হবে।তারপরও এডমিনরা নিশ্চয়ই পরামর্শ দিবেন ইনশাআল্লাহ
F
Following
F
F
F
পিরিয়ড এর সময় কি মোবাইল থেকে সূরা বাকারা রুকাইয়া এর নিয়তে পড়া যাবে?
F
F
F
F
F
F
f
F
f
F
জানতে চায় আমি ও,যেহেতু এটা প্রতিদিন রাতের ১ টা আমল তাই অভ্যাসগত ভাবে পিরিয়ড অবস্থায় ও আমি পড়ে ফেলি, সেক্ষেত্রে কি আমার কোন গুনাহ হবে?
F
View more comments
প্রোফাইল ছবি ঠিক না থাকলে, বাংলিশ লিখলে, সিরিয়াল না আসলে পোস্ট এপ্রুভ হবে না।
... See MoreSee Less
Share
Share on Facebook
Share on Twitter
Share on Linked In
Share by Email
View Comments
Likes:
185
Shares:
0
Comments:
14
Comment on Facebook
আমার সমস্যা নিয়ে করা পোস্টটা এপ্রুভ করবেন দয়া করে
আপ্নারা এত নির্দয় কেন?
Sopno Tuli এই পোস্টের লাস্ট লাইন পড়েন।
আসসালামু আলাইকুম
সমস্যা টা আমার চাচির তাই আমি পোষ্ট করলাম ওনি ফেবু চালায় না তাই ভুল হলে ক্ষমা করবেন
আমার চাচা ২ বিয়ে করে প্রথম বউ ক্যান্সার হয় তো তাকে বাবার বাড়ি ইন্ডিয়া পাঠিয়ে দেয়, তার একটা মেয়ে আছে সে এখানেই থাকতো , এবং চাচা বিদেশ থেকে এসে আবার বিয়ে করে,,,, প্রথম বউ এর কোন খবর রাখতো না, সেও চেষ্টা করছে ভালো করার কিন্তু ক্যান্সার কি আর ভালো হয় তখন ১ম বউই অনুমতি দিয়ে ছিলো বিয়ে করার,,,, তো এই ভাবে ৪, ৫ বছর চলে যায় ২য় বউ এর একটা ছেলে হয় ৩বছর পড়ছে, এখন ছেলে হবার পর থেকে চাচি কে আর দেখতে পারেনা কলও দেয়না টাটাও পাঠায় না আজ একবছর হয়ে যাবে,,,, এবং তার ১ম সংসারের মেয়েটাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে গেছে,,,,, সবাই বলছে এত ভালোর মাঝে চাচা এমন টা করলো কেন হয়তো যাদু করা হয়ছে, তাই এমন করছে কোন খুজ খরব নেয় না তাদের ছেলেটাকে নিয়ে অনেক কষ্টে আছে, ছেলেটা শুধু খাবো খাবো করে বার্ট চাচি কি খাবাবে, সবাই একটু একটু হেল্প করছে, ওনি নামাজ রোজা সব নিয়মিত করছে আল্লাহ কাছেও কান্না কাটি করছে,,,, কিছুই হচ্ছেনা ওনি হতাশ হয়ে পড়ছে,,,,, এখন ১ম বউ ভালো তার কাছে ২য়টার কোন খবর নাই,,,, ইন্ডিয়া নাকি তিপড়া গুন করে ১ম বউ আগে দেখতাম এমন গুন করতো,,, কিছুদিন চাচার সাথে ভালো থাকতো পরে ঝগরা লাগলে আবার করতো,,,,,,, এখনো হয়তো এমন করছে চাচা নাকি পাগলের মত হয়ে যাচ্ছে কাকে কি বলে সেও জানেনা,,,,, এখন চাচি কি করবে যাদু নষ্ট করার জন্য কি ওনি কিছু করতে পারবে ওনি কি তার জামাই এর রুকাইয়া করতে পারবে যদি পারে একটু নিয়ম টা জানিয়ে দিয়েন অনেক উপকার হবে অনেক কষ্টে আছে বাচ্চা টাকে নিয়ে,,,,
এটা হচ্ছে না কেন আপু
3 din + holo post korlam 🙂
Ami post krsi approved oise na
Plz amr fault takle koiba kne approved or na
আমার পোস্ট এপ্রুভ করেন
ভাই আপনার প্রফাইলে কিন্ত আপনাকে চিনতে বুঝতে সমস্যা হচ্ছেনা,একদম ঠিক আছে।
আমার প্রোফাইল ঠিক আছে, দয়া করে চেক করে দেখবেন।
আমি আর ও কয়েক দিন আগে পোস্ট করেছি
আমার পোস্ট এপ্রুভ হচ্ছে না ক্যান??? কারণ টা?
আমার প্রফাইল কি থিক আসে আমার পোস্ত তা আপ্রুভ করেন প্লিজ
এই বাংলিশ টা বুঝলাম না।।
View more comments
Load more