সোশ্যাল ওয়াল – রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

4 weeks ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আপডেট পোস্ট-আমি বিয়ে বন্ধ ও সিহরের জন্য রুকইয়াহ করছি ৯দিন,৪দিন বদনজর এর রুকইয়াহ ও বরই পাতার গোসল করছি। কোরআন পরতে পারিনা,তাই তিন কুল,আয়তুলকুরসির অডিও শুনি,বাকারা সুরা পুরাটা টানা শুনতে নিলে মনে হয় বন্ধ করে দিলে ভালো লাগবে,সব অডিও শুনতে নিলে অনেক ঘুম আসে, আজকে শায়েখ সুদাইস এর অডিও শুনার শেষে কিছুক্ষন বুক ধরপর করছে কিছুক্ষণ আর শুনার সময় ঘুম ছিল । তিন কুল প্রতিদিন পরি অনেকবার।রুকইয়াহ করার পর থেকে রাতে ঘুমানোর সময় ভয় লাগে,লাইট অন করে রাখি তাই
সমস্যা- ছোটবেলা থেকে এক ভন্ড পীর এর কাছে পুরা পরিবার যেত, কয়েক বছর আগে আল্লাহর রহমতে তাদের থেকে সরে আসতে পেরেছি,কিন্তু সে সহ অনেক আত্নীয় আছে আমাদের ক্ষতি করেই যাচ্ছে, বিয়ে বন্ধ,শরীরে সমস্যা লেগেই থাকা, সপ্নে মাঝেমধ্যে খেতে দেখা,বদনজর এর কয়েক্টা লক্ষন মিলে তাই রুকইয়াহ করছি।ওয়াসওয়াসার অনেকগুলো লক্ষন মিলাতে আগে ওয়াসার রুকইয়াহ করেছিলাম,এখনো ওয়াসওয়াসার সমস্যা আছে।

... See MoreSee Less

5 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আসসালামুয়ালাইকুম। আমার মা আজ ৬ মাস মারা গেছে। এই ৬ মাসে ২..৩ দিন ছাড়া প্রতিদিন মাকে স্বপ্নে দেখি। দেখি যে বসে আছে।শুইছে আমাদের সাথে.. অনেক অসুস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছি... আবার বলে আমি মরিনি... আবার দেখি যে আমাকে বে আম্মুর সাথে যাইতে এমন কিছু দেখছিলাম সকালে ভুলে গেছি।আলহামদুলিল্লাহ আমি নামাজ.. পর্দা করি সকাল-সন্ধ্যার মাসনুন আমল গুলো করি। রাতে ঘুমানোর সময় সূরা ফালাক...নাস..এখলাস পরে ফু দেই। আয়াতুল কুরসি তাও মাকে স্বপ্নে দেখি।
... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আসসালামু আলাইকুম।
নামাজ পড়তে ইচ্ছে করেনা খুব অনীহা তবে না পড়লে ও অনেক খারাপ লাগে নিজেকে ছোট লাগে সব খারাপের কারণ নিজেকে মনে হয় তবুও নামাজ গ্যাপ দেই।যেদিন ঠিক ভাবে নামাজ পড়ি খুব ভালো লাগে। হঠাৎ হঠাৎ রাগ উঠে,কাউকে খুব বেশিদিন ভালো লাগেনা। আল্লাহ,রাসূল নিয়ে উল্টো পাল্টা ভাবনা আসে তবে জোর করে সরিয়ে দেই বাট যখনিই মনে আসে নিজে নিজে কান্না করি আল্লাহর সাহায্য চাই। ইদানীং কোন কিছুই মনে রাখতে পারিনা। জিনিস পত্র প্রচুর হারাচ্ছে বাট আমি মোটামুটি গুছিয়ে রাখি অদ্ভুতভাবে হারিয়ে ফেলি আর খোজাখুজির পরে না পেলে ভীষণ অস্থির লাগে। মাঝে মাঝেই বুকের ভিতর ফাকা লাগে অস্থির লাগে আবার খুব ধড়ফড় কর‍তে থাকে। সারাক্ষণই নিজের মনের মধ্যে কিযেন ভাবনা চলতে থাকে তখন বাচ্চারা ডাক দিলে অসহ্য লাগে।সবার কাছে গূরত্ব পেতে চাই। কেউ কথা না বললে কিংবা কোন কারণে এভোয়েড করলে নিজেকে ছোট লাগে। মনে হয় আমি এতো খারাপ যে সবাই আমাকে এড়িয়ে চলতে চায়। সবসময় অলস অলস লাগে। আরও কিছু সমস্যা আছে ঠিক গুছিয়ে লিখতে পারছিনা। এগুলো কি রুকাইয়ার মাধ্যমে সমাধান সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিসের রুকাইয়া করবো? এগুলো কি আসলেই সমস্যা নাকি আমার মনের ফাকিবাজি। এটা ভেবে আরও বেশি কষ্ট পাচ্ছি যে আমি খুব খারাপ তাই আল্লাহ আমার নফরমানি র শাস্তি দিচ্ছেন।

... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

প্লিজ এপ্রুভ,
আমি একজন হাফেজ,
আমার খালাতো ভাইয়ের জ্বিনগত সমস্যা আছে,
আমি যেহুত হাফেয আমি আমার খালাতো ভাইকে, অনেক ভাবেই সাহায্য করেছি, আমি যতটুকু জানি, ততটুকু।
তবে, বর্তমান কিছু সমস্যায় ভুগছি,
গত জানুয়ারি থেকেই প্রত্যেক রাতে সারারাত জাবত স্বপ্ন দেখি, অনেক ভালো, খারাপ সব ধরনের স্বপ্ন দেখি, কোন ভাবেই এই স্বপ্ন দেখা বন্ধ করতে পারছিনা।
কিভাবে কি করবো, কেউ যদি বলে দিতেন

... See MoreSee Less

1 month ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আসসালামুয়ালাইকুম।প্লিজ পোস্টটা এপ্রুভ করবেন।একটু বড় হয়ে গেছে।
আমার বয়স ২৬ আমার পড়াশুনা শেষ হয়েছে এখন চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে আমার বইয়ের পড়ার কোনো মনোযোগ থাকেনা শুধু এটা ওটা মাথায় আসে কেমন যেন কল্পনার জগতে থাকি,মাঝে একা একাই বিড় বিড় করে কথা বলি।নামাজ পড়ার সময় ও মনোযোগ থাকেনা। এদিকে আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু আমার কোনো বিয়ের প্রস্তাব আসেনা।আমি দেখতে ভাল, শিক্ষিত, ফ্যামিলি ভাল শিক্ষিত। আমি চাই এখন বিয়ে করে ফেলতে কিন্তু কোন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসেনা। একেবারে মাঝে মধ্যে একটা দুইটা আসলেও বেশি আগায় না। আমি সুরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াতটা পড়ি, ইস্তেগফার করি,দুরুদ শরীফ পড়ি, প্রায় মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ পড়ি।আগে স্বপ্নে অনেক কুকুর দেখতাম, কুকুর কামড়াতো,দৌড়াতো,অনেক কষ্টে ছিলাম। এক হোমিও ডাক্তার কি ওষুধ যেনো দিয়েছিল ওটা খেয়েছিলাম এখন কয়েক মাস ধরে কুকুর দেখিনা স্বপ্নে।কুকুর এবং সাপ এই দুইটা মারাত্নক ভয় পাই। তাকাতে পারিনা কোন ভাবেই এদের দিকে।স্বপ্নে ভাত খেতে দেখি খুব। কিন্তু ভাত গলায় আটকে থাকে গিলতে পারিনা আবার মাঝেই মাঝেই হঠাৎ ঘুমের মধ্যে উপড় থেকে ফেলে দেয় কেপে উঠি।মাথার চুল প্রায় সব পড়ে মাথা খালি হয়ে গেছে।প্রচুর চুল উঠে। মুখে ব্রণ ও হয়। আগে অনেক ফর্সা ছিলাম এখন একদম কালো হয়ে গিয়েছি, স্কিন খুব শুষ্ক হয়ে গেছে আগে তৈলাক্ত ছিল।মেজাজ খুব খিটখিটে থাকে,খুব অলস লাগে, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়।আমি পরিবারের বড় মেয়ে এইরকম চলতে থাকলে পরিবারের জন্য খুবই বিপজ্জন। কিভাবে পরিত্রাণ পেতে পারি একটু পরামর্শ দিন আমাকে।

... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আমি অসুস্থ হবার আগে থেকে শুধু সপ্নে দেখতাম আমার মায়ের চাচাতো বোন আমাকে মারতেছে,, আমার সাথে রাগ করতেছে।৪ দিন সপ্নে আসার পর আমি অসুস্থ হই।।আর আমি সপ্নে লাশ বহন করার জন্য একটা খাট কিনে দেই আর সেই খাট এ নিজেই আগেশুয়ে পরি শুধু এসব সপ্ন দেখি।।দয়া করেবলেন না কি আমল করলে এসব দেখবনা
... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আমার বোন রুকাইয়া করে আজকে ১ মাসের বেশি হচ্ছে অবস্থা আগে থেকে অনেক ভালো কিন্তু আমরা চাইছি আর কিছুদিন রুকাইয়া করে সম্পূর্ণ যাতে ভালো হয়ে যাই....তবে কাল একটা জায়গাতে যাওয়া তে রুকাইয়া করা সম্ভব হয়নি....আজকে কি আবার শুরু করতে পারবে নিয়ম অনুযায়ী...

বিদ্র: কেউ জেনে থাকলে বললে উপকৃত হবো অনেক বেশি আর্জেন্ট জানাটা..... অগ্রিম ধন্যবাদ
... See MoreSee Less

5 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আমার স্বামী বিদেশ ভালো একটা চাকরি করত। আমার শাশুড়ি মৃত্যুর পরে সে রাগ করে দেশে চলে আসে । তারপর থেকে সে এখানে বেশ কিছু চাকরি করে। কিন্তু কোনো চাকরি ছয় মাসের বেশি করতে পারেন না। কোনো কারণ ছাড়া চকরি চলে যায় সে অনেক জায়গায় বিদেশে যাওয়ার জন্য টাকা দেয় কিন্তু ঐ কাজ গুল হয় না টাকা লস হয়। তার বন্ধু কে বলে ১৫ আগষ্ট দুবাই যায় সে যাওয়ার দুই দিন আগেই হটাৎ তার পায়ে খুব ব্যাথা আমার আর আমার ছেলে মেয়ের সবার জ্বর উঠে যায় তার যাওয়ার আগের দিন। ঐ দিন রাতে আমাদের সবারই শরীরে অবস্থা খুব খারাপ হয়ে যায়। দুবাই যাওয়ার পারে তার ওখানে আর ভালো লাগে না চলে আসতে চাই। আমি আমাদের মসজিদ এর ইমাম কে এই কথা গুলো বলি তিনি আমাকে বলে আমার স্বামীকে নাকি তাবিজ করে আয় রোজী বন্ধ করে রেখেছে। আমি সব সময় সেপ্ন দেখতে পাই আমাকে কিছু খাবার খাওয়া নো হচ্ছে। আমি এখন কি করলে এই সমস্যা থেকে মুক্ত হতে পারি । আমার স্বামীর হয়ে কি তাবিজ নষ্ট করার কোনো আমল কি আমি করতে পারব। আয় রোজী পথ এর জন্য আমাকে কিছু আমল বলুন। আমাকে সাহায্য করোন।
... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আসসালামু আলাইকুম,
আমার খুব আর্জেন্টলি সাহায্যের দরকার। আমার বোন এর চার বছর হয় বিয়ে হয়েছে,২ বছরের একটি সন্তান আছে। বোন একজন হাফেজা। তার হাসবেন্ড একজন হাফেজ ও মাওলানা পাশ করা এবং এক সময় মাদ্রাসার শিক্ষক ও ছিলেন।
এখন তার হাসবেন্ড বউ এর সাথে অত্যন্ত খারাপ আচরন করছে। পরিবারের মুরুব্বিদের একেবারে অসম্মান অমান্য করছে। অন্য একটি মেয়ের সাথে তার সম্পর্কের সত্যতা ও পাওয়া গেছে।
কিন্তু সে অত্যন্ত পরহেযগার,পর্দাশিল পরিবারের সন্তান। সে নিজেও লাজুক ও অন্য মহিলাদের সাথে পর্দা করতো।
হঠাৎ করেই তার এই পরিবর্তন। তাকে অনেক বোঝানো হয়েছে কিন্তু কোনো বুঝ ই সে বুঝেনা। ঘরে অনেক বেশি রাগা রাগি চিল্লা চিল্লি করে। স্ত্রির গায়ে হাত তুলতে ছুটে আসে।
তাকে কি কোনো যাদু করা হয়েছে কিনা বা হলে ও কি করোনিও দয়া করে পরামর্শ দিয়ে সাহায্য করুন।
বা সে যেনো ঘরমুখি হয় স্ত্রি সন্তানের প্রতি মনোযোগি হয় এ জন্য আমরা কি আমল করতে পারি জানাবেন প্লিজ।

... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আসসালামু ওয়ালাইকুম, প্রথমে ক্ষমা চাইছি ফেক আইডি থেকে পোস্ট করার জন্য, আমি এই পেজ নিয়মিত দেখি, আমার সামী এবং আমার মধ্যে এক থেকে দের বছরের মতো মেলামেশা করলে আমার মধ্যে শুধু বিরক্তি কাজ করতো কিন্তু আমার সামী সাভাবিক আমার সাথে, আমাকে খুবই ভালোবাসে,আমিও অনেক ভালোবাসি কিন্তু শারীরিক মেলামেশা আমার কোনো আগ্রহ কাজ করতো না, আমি ভাবতাম এটা হয়তো এমনি আমার মধ্যে পরিবর্তন আসছে কিন্তু এই পেজ এর মাধ্যমে আমি বরই পাতার গোসল সম্পর্কে জানতে পেরে নিজে নিজে নিয়ম মেনে গোসল করেছি ৩ দিন, প্রথম দিনই আমি উপকার পেয়েছি আলহামদুলিললাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি কি পরিবর্তন পেয়েছি আমি বলে বুজাতে পারবোনা, এর জন্য এই পেজ এর এডমিনদের জন্য আমি সারাজীবন দোয়া করবো,আমাদের সম্পর্ক আবারও আগের মতো হয়েছে, কিন্তু এক সপ্তাহ আগে আমি আবার সিহরের গোসল সম্পর্কে এই পেজ থেকে জানতে পারি,এবং দুই দিন এই নিয়ম পালন করি, কিন্তু দুইদিন পর আমাদের দুই জন এর ছোট খাট বিষয় নিয়ে তুমুল জগড়া হয় যেটা মোটেও কাম্য ছিল না, তাই আমি ভয় পেয়ে এই নিয়ম বন্ধ রাখি,এখন আমি সম্মানিত এডমিনদের কাছে জানতে চাই আমার করনিও কী? বিয়ে হয়েছে সাত বছর এখনও কোনো বাচ্চা হয়নি, বিয়ের এক বছরের মধ্যে আমি প্রেগন্যান্ট হই কিনতু সারে চার মাস এর ছেলে বাবু মারা যায় কোনো সমস্যাই ছিলনা সব রিপোরট ভালো ছিল, আমি জানি আমার খারাপ কে চায় কিন্তু আমি অসহায় কিছুই করতে পারছি না,সংসার এর আয় উন্নতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এমন কোনো মাস নেই যে আমি অসুস্থ হইনা লেখা বড় হওয়ার জন্য সবার কাছে মাফ চাইছি এবং সকলের কাছে দোয়া চাই আমাদের জন্য 😢😢দয়া করে এডমিন মহোদয় আমাকে সাহায্যে করুন,নামাজ কোরআন তেলাওয়াত, মাসনুন আমল সবই করি।
... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

##দয়া করে তাড়াতাড়ি এ্যাপ্রুভ করবেন 🙏😭 আসসালামু আলাইকুম,
অনেক আশা নিয়ে এই গ্রুপে পোস্ট করলাম। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার। আমি ভীষন ক্লান্ত। না খেয়ে কান্না করতে করতে প্রায় মৃত্যুর পথে। আমার শ্বাশুড়ি আমাদের স্বামী স্ত্রীর উপর বিচ্ছেদের যাদু করেছে।
আজ 28 দিন থেকে আল্লাহর কাছে আমার স্বামী কে ফিরে পাবার জন্য কতো আমল,দোয়া,তাহাজ্জুদ,রোজা করলাম। এখনো করছি।সবার কাছে দোয়াও চাইলাম। এই গ্রুপের সম্মানীয় ভাইয়া /আপুরা প্লিজ এই এতিম কে সাহায্য করুন 🙏🙏😭😭

... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আসসালামু আলাইকুম।

আমার বয়স ২২ বছর।আমি একটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করতেসি।প্রথম এক মাস খুব মোনোযোগ দিয়ে ক্লাস করসি,কিন্তু এক মাস পর থেকেই একেবারে অসুস্থ হয়ে বিছানায় পরে গেছি।
শরীরে একদম শক্তি পাইনা,দুই পায়ে দারাইতে পারিনা।
ডাক্তারি চিকিতসা চলছে এতদিন,কিন্তু কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছেনা।এমন না যে আমি খাবার খাইনা,সব ঠিক আছে তাও ও শরীরের কাজে আসেনা।ডাক্তার ও খুব অবাক।
হিমোগ্লোবিন ইঞ্জেকশন দেয়ার পরেও বারতেসেনা।ডাক্তার র' কি করবে আর বুঝতেসেনা, বলতেসে না বারার কোনও কারন পাইতেসেনা।

উল্লেখ্য আমি ছোট থেকেই মোটামুটি এমন অসুস্থ।মানে সারাবছর অসুস্থ থাকি,কিন্তু বিছানায় পড়া ছিলাম না।এভাবেই স্কুল কলেজ পার করসি।কলেজে উঠার পর বদনজর/রুকাইয়া এগুলা জানতে পেরে বদনজরের রুকাইয়া করসি নিজে নিজে গ্রুপ থেকে।কন্টিনিউ করতে পারিনা কয়দিন করার পর।অনেক চেষ্টা করেও না।

আরো কিছু কথা-
আমি আমার কোনো শখের কাজ ই কিছুদিন পর আর করতে পারিনা।আমি বেকিং করতাম শখবশত।কিছুদিন করার পর কিভাবে জানি এম্নিই অফ হয়ে গেলো,আর করতেই পারলাম না। মেহেদী পড়াইতাম,সেটাও অফ হয়ে গেলো।মানে কিছুই না এম্নিই একদম একা একাই।পেইন্টিং করতাম,সেটাও সেম হইছে।পড়াশুনা আমার সবচেয়ে পছন্দের।এটাও এখন বিছানায় পরার জন্য অফ হইতে যাচ্ছে।
আমি স্বেচ্ছায় খাস পর্দা শুরু করি ২০২১ এ। কিন্তু কন্টিনিউ করতে পারিনাই,মানে এমনি এমনি কীভাবে জানি বাদ হয়ে যায়।মাথা ব্যাথা করে,শ্বাসকষ্ট হয়।আমার লাগতো শয়তানের প্ররোচনা,তাই জোর করেই করতাম।তাও ও বাদ হয়ে গেলো। এখন

২০২১ সালে হোস্টেলে ছিলাম।সেখানে নুপুরের আওয়াজ হইতো।হোস্টেলের সবাই ই পাইতো।নুপুরের আওয়াজ,তারপর বাচ্চাদের দৌরের শব্দ এগুলা হতো।হোস্টেল থেকে ভয় পেয়ে আসার পর এখনো আমি প্রায় ই আওয়াজ শুনি।মনে হয় কেউ ফ্লোরে ধাপ ধাপ করে হেটে আসতেসে।কেউ তাকায়ে আছে।

আমি এখন কি করতে পারি।একটু পরামর্শ দিবেন প্লিজ।
সরাসরি কোথাও রুকাইয়া করাতে চাচ্ছি।আমার বাসা গাজীপুর। এর আশেপাশে কোথাও চাইতেসি,কিন্তু জানাশুনা ভরসাযোগ্য কোনো সেন্টার পাচ্ছিনা।
... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আমি মেয়ে বয়স ২৩+।মোটমুটি সুন্দর উচ্চতা ৪;১১।বিয়ের জন্য পাত্র পক্ষ আসলে আমাকে পছন্দ হলেও আমার ফ্যামিলি ভাইরা আলাদ+ বাড়িরঘর উন্নত না বলে পছন্দ করেনা আর আগায় না।খুব ভেঙ্গে পড়ছি আমি,পাত্র পক্ষ দেখে গিয়ে যখন কিছুই আর জানায় না তখন বাবা মার অসহাস মুখটা দেখলে ভিতরটা জ্বলেপুড়ে যায়।২৫ আগস্ট এক ছেলের মা আমাকে দেখে গেছে উনার নাকি পছন্দ হয়ে বাট উনার ছেলে অনেক লম্বা ছবিতে দেখে বুঝেছি সে আমাকে পছন্দ করবেনা তাছাড়া সে ফর্সা মর্ডান স্টাইলিশ প্রতিষ্ঠিত ছেলে, আমি এটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম সে যে আমাকে পছন্দ করবে খুব কষ্ট পেতাম বার বার আল্লাহ শুধু বলতাম আল্লাহ সে যদি খাটো হওয়ার কারণে বাদ দেয় আমাকে তাহলে তাকে আমার বাড়ি আনাইয়ো না তাে সামনে যাতে আমার যেতে হয়না,।একদিন স্বপ্নেও দেখছি আমি রিজেক্ট হচ্ছি আরো ভেঙ্গে পড়েছিলাম আমার পাগলপ্রায় ছিলাম কারণ সে দেখে আমাকে বাদ দিবে এটা বুঝতাম,পরে সে ৪ তারিখ প্রবাস থেকে দেশে আসে ৮ তারিখ আমাকে দেখতে আসে।আমাদের অনেক টাকা খরচ হয়ে।আজ ২ দিন হলো দেখে গেছে কিছুই জানায়নি।মনটা একেবারেই ভেঙ্গে গেছে আমি যা ভাবি তাই হলো স্বপ্নও পূরণ হয়ে গেলো,খুব বাজেভাবে ভেঙ্গে পড়ছি।পূর্বে এম হয়েছে যা স্বপ্নে দেখি বাস্তবে ঘটে যায়।।আমি যা স্বপ্ন দেখি তা পূরন হয়ে যায় কেন এটার ব্যাখা কেউ দিতে পারবেন?
... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আসসালামু আলাইকুম।বদনজর এর রুকইয়াহ ৫নং পিডিএফ তেলওয়াত করে গোসল করছি ৪দিন আমি আর আমার ছেলে। ছেলের বয়স সাড়ে ৪ বছর।ছেলে অতিরিক্ত দুস্টামি করতো জেদ করত কোন কথা শুনেনা।এখন রুকইয়া করার পর দুস্টামি আরও বেশি করে সামলাতে পারছি না।।এখন কি করবো কি রুকইয়া করবো৷??
... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

আসসালামু আলাইকুম।

মূলত সমস্যাটা হচ্ছে আামার ভাই কে নিয়ে-

বয়স-২০ বছর।
১. সমস্যা শুরু হয় ২ বছর আগে থেকে, আমার ভাই যখন খাবার খায় তখন সে নিজে কি যেন ভির ভির করে বলতে থাকে আর কোন কারন ছাড়াই হাসতে থাকে। আমরা যখন জিজ্ঞেস করি তুমি কি বল? হাস কেন? তখন সে কথার কোন উত্তর দেয় না।
(বাহিরে গেলে এইগুলো অনেক বেশি প্রকাশ পায় যেমন- মেহমান দের সাথে সবাই বসে গল্প করছি এমন সময় করে নিজের সঙ্গে কথা বলতে থাকবে, কোন কারন ছাড়াই হাসতে থাকবে। যার কারণে আমার বাবা-মাকে খুব লজ্জায় পরতে হয়)

২.বেশির ভাগ সময় অন্যমনস্ক থাকে, পড়তে বসলেই সে বার বার চেয়ার থেকে উঠে আয়নার সামনে দাড়িয়ে থাকে হাসবে আর নিজের সাথে কথা বলবে।
(পরীক্ষার সময় তার ঘাড় এবং মাথা নাকি খুব ভারী হয়ে থাকে এবং ব্যাথা করতে থাকে যার ফলে সে খাতায় খুব একটা কিছু লিখতে পারে না)
একটা সময় সে অনেক ভালো স্টুডেন্ট ছিল।

৩. সে বাথরুম এ গোসল এর জন্য গেলে ৩/৪+ ঘন্টা পার করে ফেলে, বাইরে থেকে আমরা ডাক দিলেও সে কোন উত্তর দেয় না।

৪. কোন কারন ছাড়াই রাগ করে থাকবে, ২/৩ দিন কিছুই খাবে না।খাবার খাবে কিনা জিজ্ঞেস করলে খুব খারাপ ব্যবহার করবে। খাবার দিলে জানালা দিয়ে ফেলে দেয়।

৫. কয়েক দিন পর পরই সে খুব দ্রুত গতিতে এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করবে আর ২ হাত দিয়ে খুব জোরে জোরে নিজেকে/কোন কিছুকে আঘাত করবে। তখন তার মুখের ভাব ভংগিমা অন্য রকম হয়ে যায়।অনেক কালো হয়ে থাকবে মুখ আর অনেক হিংস ভাবে আম্মুর দিকে এগিয়ে আসবে তারপর এলোপাথারি ভাবে মারতেই থাকে(কারণ ছাড়া এমনটা করে), যখন বাবা/আমি বাধা দিতে যাই আমাদের কেও আঘাত করে তবে আম্মুর মতো নয়।তখন তার শরীরে এতো শক্তি কোথা থেকে আসে যে ২ জন মিলে ওকে আটকে রাখা খুব কঠিন হয়ে যায়।

৬. আমরা খেয়াল করেছি আম্মুর সাথেই সে কোন কারন ছাড়াই ভীষন খারাপ ব্যবহার করে, হাত তুলে।যেটা পরিবারের অন্য সদস্যদের সাথে করে না।

আমাদের পরিবারের সবাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করে,পর্দা করে চলে (ভাইও ৫ ওয়াক্ত নামাজ আদায় করে )।

এই সমস্যা গুলো থেকে পরিএান এর উপায় বলে সাহায্য করলে খুব উপকৃত হব।
ধন্যবাদ।
... See MoreSee Less

4 days ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

শত্রুর ক্ষতি থেকে রক্ষার দুয়া:

اَللّٰهُمَّ أَنْتَ عَضُدِيْ، وَأَنْتَ نَصِيْرِيْ، بِكَ أَحُوْلُ وَبِكَ أَصُوْلُ، وَبِكَ أُقَاتِلُ

হে আল্লাহ! আপনি আমার শক্তি এবং আপনি আমার সাহায্যকারী; আপনারই সাহায্যে আমি বিচরণ করি, আপনারই সাহায্যে আমি আক্রমন করি এবং আপনারই সাহায্যে আমি যুদ্ধ করি।

আল্লহুম্মা আনতা ‘আদ্বুদী, ওয়া আনতা নাসীরী, বিকা আহূলু, ওয়া বিকা আসূলু, ওয়া বিকা উক্বা-তিলু

আবূ দাউদ ৩/৪২, নং ২৬৩২; তিরমিযী ৫/৫৭২, নং ৩৫৮৪ আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮৩
... See MoreSee Less

3 months ago
সোশ্যাল ওয়াল - রুকইয়াহ গ্রুপ ও পেজের প্রিভিউ

# যে পোস্ট অবশ্যই পড়বেন। #পিন্ড_পোস্ট

*কোন পোস্ট বা কমেন্ট করার আগে এই পোস্ট অবশ্যই পড়বেন। অন্য কোন পোস্ট পড়তে না চাইলেও এটি পড়বেন অন্তত।*

**এই গ্রুপের নাম *রুকইয়াহ সাপোর্ট বিডি *। রুকইয়াহ কী? **রুকইয়াহ হলো কুরানের আয়াত ও হাদীসে বর্ণিত দুয়া ইত্যাদির মাধ্যমে শরিয়াসম্মত ঝাঁড়ফুক।

**কখন রুকইয়াহ করা হয়?** যখন কেউ জাদু, জ্বিনের আছর, বদনজর কিংবা ওয়াসওয়াসায় আক্রান্ত হয় প্রধানত তখন রুকইয়াহ করা হয়। তবে অন্যান্য কিছু শারিরিক অসুস্থতার জন্যও রুকইয়াহ করা যায়।

**এই গ্রুপের উদ্দেশ্য কী? **উদ্দেশ্য হলো জ্বিন/যাদু/নজরের সমস্যায় আক্রান্ত মানুষদের সমস্যা জানা ও কিভাবে নিজে নিজে রুকইয়াহ করে সমস্যা থেকে উদ্ধার পাবে সে পরামর্শ দেয়া। এভাবে আমরা প্রচলিত কবিরাজি, হারাম ও কুফরি/শিরকি তদবির থেকে মুক্ত থাকতে পারবো।

**কিভাবে এই কাজটি করা হয়? **গ্রুপে জয়েনের পর আক্রান্ত সদস্যরা তাঁদের সমস্যার লিখে গ্রুপে পোস্ট করে। সেই পোস্টগুলি সাথে সাথে গ্রুপে দেখা যায় না। এগুলো একটি লিস্টে জমা হয়। এডমিনরা যিনি আগে পোস্ট করেছেন তাঁর পোস্ট আগে দেখেন এবং গ্রুপের আচরণবিধির সাথে মানানসই মনে হলে এপ্রুভ করেন এবং পরামর্শ দিয়ে থাকেন। এরপর পরামর্শ আক্রান্ত সদস্য অনুসরণ করেন এবং নির্দিষ্ট মেয়াদের পর তিনি নিজের অবস্থা পরামর্শদানকারী এডমিনকে জানান। এডমিন অবস্থা বুঝে পূর্বের পরামর্শ বহাল রাখেন কিংবা নতুন পরামর্শ দেন**।**

***** **পোস্ট এপ্রুভ হতে সাধারণত ১০-৩০দিন সময় লাগতে পারে।**

*এই গ্রুপ পরামর্শের জন্য কোন ফি নেয় না। এবং সংগত এডমিন ছাড়া অন্য কারো পরামর্শ দেয়া নিষেধ এবং এডমিনদের ব্যক্তিগতভাবে মেসেজ দেয়াও নিষেধ। এই পোস্টের পাশাপাশি গ্রুপের ফিচার্ড **(Featured)** সেকশনের সব লেখা পড়ে নিলে আপনি অনেক বেশি উপকৃত হবেন।*

**সতর্কতাঃ** আমাদের গ্রুপের জনপ্রিয়তা দেখে কতিপয় অসাধু ব্যক্তি গ্রুপের নাম, লোগো, কভার ফটো নকল করে নকল গ্রুপ তৈরি করে ভিত্তিহীন সাজেশন দিয়ে যাচ্ছে। এসব লোকের কর্মকান্ডের দায়ভার আমরা বহন করি না।

---
# গ্রুপের সংক্ষিপ্ত আচরণবিধি

১। গ্রুপের আচরণবিধির কিছু আপনারা Rules সেকশনে পাবে। এছাড়া বিস্তারিত আচরণবিধি পাবেন নিচের নোটে

www.facebook.com/notes/945717152897509/

২। মেম্বারদের সাজেশন দেয়া নিষেধ। আপনি যদি ডাক্তার হোন এবং বুঝতে পারেন এখানে ডাক্তারি কোন পরামর্শ উপকারী হবে সেক্ষেত্রে **নিজে ডাক্তার** উল্লেখ করে পরামর্শটি লিখতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আগেই কেউ একই কথাটি বলেছেন কিনা।

৩। আমাদের গ্রুপে যারা ভিজিট করেন তাঁদের অধিকাংশ মুসলিম এবং নিজের জীবনে ইসলাম পালনে সচেষ্ট। যেহেতু ইসলামে **নারীদের পর্দার** গুরুত্ব দেয়া হয়েছে সেহেতু আমরা *প্রোফাইল পিকচারে বেপর্দা ছবি* থাকলে তার পোস্ট এপ্রুভ করি না।

৪। কোন ধরনের রেফার করা, লিংক শেয়ার ও বিজ্ঞাপন দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৫। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা, কমেন্টে আলাপচারিতা নিষিদ্ধ।

৬। এই গ্রুপে তাবিযের ব্যাখ্যা করা হয়না। অতএব বিভিন্ন তাবিযের অর্থ জানতে চেয়ে পোস্ট করবেন না।

৭। পোস্ট করলে তাতে ছবি/ভিডিও যুক্ত করবেন না। ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না।

...
# নিচের দরকারি লেখাগুলো এক নজরে পড়ে** **ফেলুন -

রুকইয়াহ সম্পর্কে সংক্ষেপে: facebook.com/groups/ruqyahbd/posts/979236002263719/

facebook.com/groups/ruqyahbd/posts/1113292232191428/

যাদু-টোনা, জ্বিন অথবা অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে কী আমল করবেন?

facebook.com/groups/ruqyahbd/posts/940739892779997/

.

বদনজরে আক্রান্ত হলে কী কী লক্ষণ দেখা যায়?

facebook.com/groups/ruqyahbd/posts/1807516039435707/

.

বদনজরে আক্রান্ত হলে কিভাবে নিজে নিজে রুকইয়াহ করবেন?

facebook.com/groups/ruqyahbd/posts/1080093158844669/

.

বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য কিভাবে রুকইয়াহ করবেন?

facebook.com/groups/ruqyahbd/posts/1080097058844279/

.

যাদুতে আক্রান্ত হলে সাধারণত কী কী লক্ষণ দেখা যায়?

facebook.com/groups/ruqyahbd/posts/926488080871845/

.

যাদুতে আক্রান্ত হলে যেভাবে রুকইয়াহ করবেন

facebook.com/groups/ruqyahbd/posts/926488080871845/

.

কারো বিয়ে আটকে রাখার জাদু করা হলে সে কিভাবে রুকইয়াহ করবে?

facebook.com/groups/ruqyahbd/posts/1080105375510114/

.

জ্বিন সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হবার লক্ষণ ও সতর্কতা

ruqyahbd.org/blog/428/jinn-symptoms-protection

.

জ্বিনের নজরের লক্ষণ ও রুকইয়ার নিয়ম জানতে পড়ুন

facebook.com/groups/ruqyahbd/posts/1450116915175623/

.

এছাড়াও বিভিন্ন প্রকারের জাদুর লক্ষণ ও নিজে নিজে রুকইয়ার নিয়ম জানতে পড়ুন লেখাগুলি ruqyahbd.org/blog/category/black-magic

.

ওয়াসওয়াসা/শুচিবায়ু-OCD রোগের লক্ষণ ও কিভাবে রুকইয়াহ করবেন

facebook.com/groups/ruqyahbd/posts/1172696006251050/

.

সকাল, সন্ধ্যা এবং ঘুমের আগে নিজের সুরক্ষার জন্য যে আ'মলগুলি করবেন

facebook.com/groups/ruqyahbd/posts/1263414083845908/

.

আরো কিছু আমল যা করলে জ্বিনের ক্ষতি থেকে নিরাপদ থাকা যাবে ইনশা আল্লাহ্‌

facebook.com/groups/ruqyahbd/posts/934314376755882/

.

বাসার সুরক্ষার জন্য যে আমলগুলি করবেন

facebook.com/groups/ruqyahbd/posts/1723747414479237/

.

ব্যাথা হলে যেভাবে রুকইয়াহ করবেন

facebook.com/groups/ruqyahbd/posts/1265729973614319/

.

ঠান্ডা-সর্দিকাশি, হাঁপানি কিংবা নিঃশ্বাসের সমস্যায় যেভাবে রুকইয়াহ করবেন

facebook.com/groups/ruqyahbd/posts/1337936703060312/

.

রিযিকের বিপদসহ বিভিন্ন পেরেশানির জন্য যে আ'মল করবেন

facebook.com/groups/ruqyahbd/posts/918162198371100/

.

রুকইয়াহ সংক্রান্ত সব লেখা বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের ব্লগ সেকশনে ruqyahbd.org/blog

রুকইয়াহ অডিও পাবেন এই লিংকে ruqyahbd.org/download

রুকইয়াহ আয়াত, দুয়া ও অন্যান্য লেখার পিডিএফ পাবেন ruqyahbd.org/ayat
... See MoreSee Less

# যে পোস্ট অবশ্যই পড়বেন। #পিন্ড_পোস্ট*কোন পোস্ট বা কমেন্ট করার আগে এই পোস্ট অবশ্যই পড়বেন। অন্য কোন পোস্ট পড়তে না চাইলেও এটি পড়বেন অন্তত।***এই গ্রুপের নাম *রুকইয়াহ সাপোর্ট বিডি *। রুকইয়াহ কী? **রুকইয়াহ হলো কুরানের আয়াত ও হাদীসে বর্ণিত দুয়া ইত্যাদির মাধ্যমে শরিয়াসম্মত ঝাঁড়ফুক।**কখন রুকইয়াহ করা হয়?** যখন কেউ জাদু, জ্বিনের আছর, বদনজর কিংবা ওয়াসওয়াসায় আক্রান্ত হয় প্রধানত তখন রুকইয়াহ করা হয়। তবে অন্যান্য কিছু শারিরিক অসুস্থতার জন্যও রুকইয়াহ করা যায়।**এই গ্রুপের উদ্দেশ্য কী? **উদ্দেশ্য হলো জ্বিন/যাদু/নজরের সমস্যায় আক্রান্ত মানুষদের সমস্যা জানা ও কিভাবে নিজে নিজে রুকইয়াহ করে সমস্যা থেকে উদ্ধার পাবে সে পরামর্শ দেয়া। এভাবে আমরা প্রচলিত কবিরাজি, হারাম ও কুফরি/শিরকি তদবির থেকে মুক্ত থাকতে পারবো।**কিভাবে এই কাজটি করা হয়? **গ্রুপে জয়েনের পর আক্রান্ত সদস্যরা তাঁদের সমস্যার লিখে গ্রুপে পোস্ট করে। সেই পোস্টগুলি সাথে সাথে গ্রুপে দেখা যায় না। এগুলো একটি লিস্টে জমা হয়। এডমিনরা যিনি আগে পোস্ট করেছেন তাঁর পোস্ট আগে দেখেন এবং গ্রুপের আচরণবিধির সাথে মানানসই মনে হলে এপ্রুভ করেন এবং পরামর্শ দিয়ে থাকেন। এরপর পরামর্শ আক্রান্ত সদস্য অনুসরণ করেন এবং নির্দিষ্ট মেয়াদের পর তিনি নিজের অবস্থা পরামর্শদানকারী এডমিনকে জানান। এডমিন অবস্থা বুঝে পূর্বের পরামর্শ বহাল রাখেন কিংবা নতুন পরামর্শ দেন**।******* **পোস্ট এপ্রুভ হতে সাধারণত ১০-৩০দিন সময় লাগতে পারে।***এই গ্রুপ পরামর্শের জন্য কোন ফি নেয় না। এবং সংগত এডমিন ছাড়া অন্য কারো পরামর্শ দেয়া নিষেধ এবং এডমিনদের ব্যক্তিগতভাবে মেসেজ দেয়াও নিষেধ। এই পোস্টের পাশাপাশি গ্রুপের ফিচার্ড **(Featured)** সেকশনের সব লেখা পড়ে নিলে আপনি অনেক বেশি উপকৃত হবেন।***সতর্কতাঃ** আমাদের গ্রুপের জনপ্রিয়তা দেখে কতিপয় অসাধু ব্যক্তি গ্রুপের নাম, লোগো, কভার ফটো নকল করে নকল গ্রুপ তৈরি করে ভিত্তিহীন সাজেশন দিয়ে যাচ্ছে। এসব লোকের কর্মকান্ডের দায়ভার আমরা বহন করি না।---
# গ্রুপের সংক্ষিপ্ত আচরণবিধি১। গ্রুপের আচরণবিধির কিছু আপনারা Rules সেকশনে পাবে। এছাড়া বিস্তারিত আচরণবিধি পাবেন নিচের নোটেhttps://www.facebook.com/notes/945717152897509/২। মেম্বারদের সাজেশন দেয়া নিষেধ। আপনি যদি ডাক্তার হোন এবং বুঝতে পারেন এখানে ডাক্তারি কোন পরামর্শ উপকারী হবে সেক্ষেত্রে **নিজে ডাক্তার** উল্লেখ করে পরামর্শটি লিখতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আগেই কেউ  একই কথাটি বলেছেন কিনা।৩। আমাদের গ্রুপে যারা ভিজিট করেন তাঁদের অধিকাংশ মুসলিম এবং নিজের জীবনে ইসলাম পালনে সচেষ্ট। যেহেতু ইসলামে **নারীদের পর্দার** গুরুত্ব দেয়া হয়েছে সেহেতু আমরা *প্রোফাইল পিকচারে বেপর্দা ছবি* থাকলে তার পোস্ট এপ্রুভ করি না।৪। কোন ধরনের রেফার করা, লিংক শেয়ার ও বিজ্ঞাপন দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।৫। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা, কমেন্টে আলাপচারিতা নিষিদ্ধ।৬। এই গ্রুপে তাবিযের ব্যাখ্যা করা হয়না। অতএব বিভিন্ন তাবিযের অর্থ জানতে চেয়ে পোস্ট করবেন না।৭। পোস্ট করলে তাতে ছবি/ভিডিও যুক্ত করবেন না। ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না।...
# নিচের দরকারি লেখাগুলো এক নজরে পড়ে** **ফেলুন -রুকইয়াহ সম্পর্কে সংক্ষেপে: facebook.com/groups/ruqyahbd/posts/979236002263719/facebook.com/groups/ruqyahbd/posts/1113292232191428/যাদু-টোনা, জ্বিন অথবা অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে কী আমল করবেন?facebook.com/groups/ruqyahbd/posts/940739892779997/.বদনজরে আক্রান্ত হলে কী কী লক্ষণ দেখা যায়?facebook.com/groups/ruqyahbd/posts/1807516039435707/.বদনজরে আক্রান্ত হলে কিভাবে নিজে নিজে রুকইয়াহ করবেন?facebook.com/groups/ruqyahbd/posts/1080093158844669/.বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য কিভাবে রুকইয়াহ করবেন?facebook.com/groups/ruqyahbd/posts/1080097058844279/.যাদুতে আক্রান্ত হলে সাধারণত কী কী লক্ষণ দেখা যায়?facebook.com/groups/ruqyahbd/posts/926488080871845/.যাদুতে আক্রান্ত হলে যেভাবে রুকইয়াহ করবেনfacebook.com/groups/ruqyahbd/posts/926488080871845/.কারো বিয়ে আটকে রাখার জাদু করা হলে সে কিভাবে রুকইয়াহ করবে?facebook.com/groups/ruqyahbd/posts/1080105375510114/.জ্বিন সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হবার লক্ষণ ও সতর্কতাruqyahbd.org/blog/428/jinn-symptoms-protection.জ্বিনের নজরের লক্ষণ ও রুকইয়ার নিয়ম জানতে পড়ুনfacebook.com/groups/ruqyahbd/posts/1450116915175623/.এছাড়াও বিভিন্ন প্রকারের জাদুর লক্ষণ ও নিজে নিজে রুকইয়ার নিয়ম জানতে পড়ুন লেখাগুলি ruqyahbd.org/blog/category/black-magic.ওয়াসওয়াসা/শুচিবায়ু-OCD রোগের লক্ষণ ও কিভাবে রুকইয়াহ করবেনfacebook.com/groups/ruqyahbd/posts/1172696006251050/.সকাল, সন্ধ্যা এবং ঘুমের আগে নিজের সুরক্ষার জন্য যে আমলগুলি করবেনfacebook.com/groups/ruqyahbd/posts/1263414083845908/.আরো কিছু আমল যা করলে জ্বিনের ক্ষতি থেকে নিরাপদ থাকা যাবে ইনশা আল্লাহ্‌facebook.com/groups/ruqyahbd/posts/934314376755882/.বাসার সুরক্ষার জন্য যে আমলগুলি করবেনfacebook.com/groups/ruqyahbd/posts/1723747414479237/.ব্যাথা হলে যেভাবে রুকইয়াহ করবেনfacebook.com/groups/ruqyahbd/posts/1265729973614319/.ঠান্ডা-সর্দিকাশি, হাঁপানি কিংবা নিঃশ্বাসের সমস্যায় যেভাবে রুকইয়াহ করবেনfacebook.com/groups/ruqyahbd/posts/1337936703060312/.রিযিকের বিপদসহ বিভিন্ন পেরেশানির জন্য যে আমল করবেনfacebook.com/groups/ruqyahbd/posts/918162198371100/.রুকইয়াহ সংক্রান্ত সব লেখা বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের ব্লগ সেকশনে https://ruqyahbd.org/blogরুকইয়াহ অডিও পাবেন এই লিংকে https://ruqyahbd.org/downloadরুকইয়াহ আয়াত, দুয়া ও অন্যান্য লেখার পিডিএফ পাবেন https://ruqyahbd.org/ayat



Load more

Cover for Ruqyah Support BD

127
Ruqyah Support BD

Ruqyah Support BD

কুফরি-শিরকি কবিরাজি নির্মূল এবং সুন্নাহসম্মত রুকইয়ার প্রসারে নিয়োজিত Ruqyah Support BD'র অফিসিয়াল পেজ

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

“ঘুমের তিনটা ধরণ আছে: অসম্পূর্ণ ঘুম, ভালো ঘুম, বেকার ঘুম। অসম্পূর্ণ ঘুম হলো ফজরের পর ঘুমানো; যখন কিনা সবাই কাজের জন্য বের হয়, কিন্তু সে ঘুমিয়ে কাটায়। ভালো ঘুম হলো দিনের মধ্যভাগে ভাত ঘুম দেওয়া। আর বেকার ঘুম হলো নামাজের সময়ে ঘুমিয়ে থাকা।”
.
— সাহাবী আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল-আস (রাদ্বি.)
.
সূত্র: শুয়াবুল ঈমান, বাইহাকী ৪৪০৯

© ওয়াফিলাইফের পেজ থেকে
... See MoreSee Less

5 days ago



Load more