রুকইয়াহ নিয়ে যত কথা.. (১) লিখেছেনঃ উম্মে আব্দুল্লাহ আজকাল গ্রুপে এবং ইনবক্সে আপুরা সবচেয়ে বেশি যে সমস্যাগুলো নিয়ে কথা বলেন তা হলো, “বিয়ে বন্ধ আর বাচ্চা না হওয়া…” এই দুটো বিষয় নিয়েই আব্দুল্লাহ রুকিয়া সিরিজে লিখেছে। আপুরা যদি পোষ্টগুলো পডে নিতেন, তাহলে এই বিষয়ে যথেষ্ট ধারনা চলে আসত। কিন্তু আপুদের প্রশ্ন শুনলে মনে হয় দু’লাইন […]