অনেকদিন ধরেই ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য এরকম একটা কিছু তৈরির ফিকির ছিল। সেদিন পরিচিত এক শাইখ বললেন- যত রকম সকাল-সন্ধ্যার হেফাজতের আমল আছে, সব একসাথে একটা অ্যাপের মধ্যে পেলে সুবিধা হত, এছাড়া যারা রুকইয়াহ করেন, তারা তো চান হিফাজতের জন্য অতিরিক্ত কিছু আমল করতে, একসাথে পেলে সবারই সুবিধা হবে। ওই সময়েই চট্টগ্রামের এক ভাইয়ের সাথে রুকইয়াহ […]