[ক] দোয়া হিসেবে, রুকইয়াহ হিসেবে, হেফাজতের আমল হিসেবে সুরা ফালাক ও নাস-কে নবীজি সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ গুরুত্ব দিয়েছেন এটা আমাদের কল্পনার অতীত। আমাদের অনেক ভাই চিন্তা করেন, রুকিয়া করার জন্য অনেক অনেক আয়াত জানা দরকার, অনেক দোয়া মুখস্ত থাকা দরকার, অথবা প্রত্যেক খুঁটিনাটি সমস্যার জন্য ভিন্ন ভিন্ন আয়াত দরকার। এই ভ্রমের পেছনে পড়ে […]