চরিত্র নষ্ট হলে কোনও রুকইয়াহ আছে? ১। এই কথার প্রথম জবাব হল, নেই। কিন্তু এটাই কি একমাত্র জবাব? না। আমার কাছে এটাই একমাত্র জবাব নয়। কারণ দেখতে হবে চরিত্র নষ্ট কেন হল। সঙ্গদোষে লোহা ভাসে বলে একটা কথা আছে। সঙ্গ ছেড়ে দিলে আবার ভাসে না। চরিত্রই নষ্ট নাকি শয়তানের কারণে নষ্ট হয়েছে ভাবা দরকার। ২। […]