কয়েক বছর আগে এক (নারী) পাগল করা জাদুর পেশেন্ট দেখেছিলাম। তো রুকইয়াহ কনসাল্ট করেছিলাম। কনসাল্ট করে বলেছিলাম রুকইয়াহ করলে আপনার জ্বিন নাও আসতে পারে মনে হচ্ছে(কারন সে জ্বিন হাজির করতে বলছিলো)। তাও সে রুকইয়াহ করে জ্বিন হাজির করতে বললো। আমি অপারগতা প্রকাশ করলাম, মানে নিশ্চয়তা দিতে পারিনি। অনেক দিন পর রুকইয়াহ করতে আসে। রুকইয়াহ করেছিলাম […]
এই ঘটনাটি মনোযোগ দিয়ে পড়ি সবাই। অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ। এক বোনের কাহিনি শুনি তার জবানীতে…… “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।” আসলেই কথাটির মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে। প্রতিটি মানুষের জীবনে কোন না কোণ ঘটনা থাকে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন থেকেই আমার প্রতি […]