উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার আমার শরীরে ব্যাথা অনুভব করছিলাম, তখন আমি রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামকে এর কাছে এব্যাপারে অনুযোগ করলাম। রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তোমার হাতটি ব্যাথার যায়গায় রাখো, এরপর তিনবার বল “বিসমিল্লাহ”। তারপর ৭বার বল- “আ’ঊযু বি’ইঝঝাতিল্লা-হি ওয়াক্বুদরাতিহ, মিন শাররি মা-আজিদু ওয়াউহ্া-যির”। : أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ […]
১) প্রতি ফরজ নামাজের পর বুকের বামে হাত রেখে ২১ বার বলুন: رَّبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণঃ রব্বি ঝিদনী ‘ইলমা- ২)ফজর এবং মাগরিবের পর এর সাথে ৩ বার যোগ করুন: رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ وَيَسِّرْ لِيْ أَمْرِيْ وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِيْ يَفْقَهُوْا قَوْلِيْ এটা ফলো করলে ইনশাআল্লাহ সপ্তাহখানেকের মধ্যেই ঠিক হয়ে যাবে মনভুলা সমস্যা। এরপর আর […]