Ruqyah Support BD

ডাক্তারি সমস্যা থাকলেও রুকইয়াহ করা যায়

[ক]
ডাক্তারি সমস্যা নাকি প্যারানরমাল কিছু? এমন কথা অনেকেই শুনি।

তবে আমাদের একটা বিষয় জানা দরকার, পিওর মেডিকেলের সমস্যার জন্যও রুকইয়াহ করা যায়। সমস্যা যত ছোট হোক বা বড় — সর্দিকাশি হোক কিংবা ক্যান্সার.. রুকইয়াহ করতে ক্ষতি নাই।

তবে এক্ষেত্রে আমরা অবশ্যই পরামর্শ দিব যে, আপনি ডাক্তারের পরামর্শ নেন, ওষুধ খান, প্রয়োজনে সার্জারী করান, হাসপাতালে ভর্তি থাকেন, এই সবকিছুর পাশাপাশি রুকইয়াহ-ও করেন।

[খ]
আমাদের গ্রুপের নিয়ম হল, রুকইয়াহ বিষয়ে শুধুমাত্র এডমিন বা ভলেন্টিয়াররা পরামর্শ দিবেন।
এছাড়া কোনো ডাক্তার বা মেডিকেল পড়ুয়া ভাই/বোন যদি কিছু বলতে চান, তাহলে প্লিজ আপনার কমেন্টের সাথে অবশ্যই (আমি ডাক্তার) অথবা (আমি মেডিকেলের অমুক বর্ষের ছাত্র) অথবা শুধু #ডাক্তার ট্যাগ লিখে দিন। তাহলে মোডারেটররা আর আপত্তি করবে না, কোনো প্রকার রেস্ট্রিকশনও দিবে না।
.
চিকিৎসকদের বাইরে আমরা র‍্যান্ডম কারও মন্তব্য এলাও করতে পারছি না। দু:খিত। গনহারে সব মানুষকে এখানে পরামর্শ দিতে দিলে এটা পাগলাগারদ হতে একটুও দেরি লাগবে না।

জেনে রাখেন, ডাক্তার ছাড়া কেউ সরাসরি ওষুধ সাজেস্ট করলে কোনো ওয়ার্নিং ছাড়া সরাসরি ব্যান খাওয়ার সম্ভাবনা প্রকট!!

[গ]
আমরা একাধিক ডাক্তারের অভিজ্ঞতা জেনেছি যে, উনাদের অনেক জটিল জটিল সার্জারী, এমআই রুমের জটিল পরিস্থিতি রুকইয়ার আয়াত পড়তে পড়তে সহজ হয়ে গেছে। রোগীর অবস্থা অকল্পনীয়ভাবে উন্নতি হয়েছে।
আর অধিকাংশ মানসিক রোগের ক্ষেত্রে ঠিকভাবে রুকইয়াহ করতে পারলে যথেষ্ট ফায়দা হয়, এটা আমরাই অনেকবার দেখেছি।
.
এছাড়া অনেক রোগের ক্ষেত্রে দেখা যায়, সেই রোগের জন্য শতভাগ সঠিক চিকিৎসা নিয়েও উন্নতি হচ্ছে না। কিংবা সমস্যা আছেই, কিন্তু ডায়াগনোসিসে কিছুই পাওয়া যাচ্ছে না। এগুলো নজর-জিন-জাদু অনেক কারনেই হতে পারে, এরকম ক্ষেত্রেও চিকিৎসার পাশাপাশি রুকইয়াহ করলে উপকার হয়।
..
[ঘ]
আরেকটা জিনিস হল, জিন-জাদুর সমস্যায় যেমন রুকইয়াহ করলে সমস্যা বের হয়ে আসে, পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, শারীরিক – মানসিক সমস্যায় ‘সাধারণত’ তেমনটা হয়না। এছাড়া গাইড যেহেতু ওয়েবসাইট, গ্রুপ, পেজে দেয়াই আছে, নিজে নিজে রুকইয়াহ করতে টাকাও লাগছে না, উপরন্তু সুস্থতার পাশাপাশি কোরআন পড়তে গিয়ে ফ্রিতে কিছু সওয়াবও হয়ে যাচ্ছে, সুতরাং নির্ভয়ে রুকইয়াহ শুরু করতে পারেন।
..

সবচেয়ে বড় কথা রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম উনাদের রোগব্যাধির জন্য ঔষধ খেয়েছেন, থেরাপি নিয়েছেন, আর রুকইয়াও করেছেন।। আমরাও সবগুলোই করবো।

[ঙ]
শারিরীক-মানসিক অসুস্থতায় কিভাবে রুকইয়াহ করবেন?
কয়েকটা লিংক দিচ্ছি, এই লেখাগুলো পড়ুন, আশা করি অনেকটাই স্পষ্ট হবে।

  1. জটিল মেডিক্যালিয় সমস্যার জন্য রুকইয়াহ ও পরামর্শ
  2. শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য রুকইয়াহ
  3. রুকইয়াহ বিষয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর : FAQ – https://ruqyahbd.org/faq

dactari somossa ডাক্তারি সমস্যা থাকলেও রুকইয়াহ করা যায়

মন্তব্য করুন