আমি যখন নামাজ পড়ার সময় জায়নামাজে বিভিন্ন আকৃতির ছবি দেখতে পায় জায়নামাজ ছাড়া পড়লেও দেখতে পায়। মাঝে মাঝে ভয়ানক আকৃতির লাগে। আগে আন্তরিকতার সাথে নামাজ পড়তে পারতাম একন পারিনা। নামাজের শুরুতে দোয়া পড়লেও জায়নামাজে ছবি দেখি।
প্রশ্নটি পেয়েছি মেসেজবক্সে
প্রথমত, বাংলা লিখতে যত্নবান হোন। অনেকটা ভাল হয়েছে আগের চেয়ে। আরেকটু যত্ন নিলে আরও ভাল লিখতে পারবেন।
দ্বিতীয়ত, সালাতে জায়নামাযের নকশার দিকে মনযোগ যেন না যায় সেদিকে লক্ষ করতে হবে। এটা তখনই হবে যখন যখন সালাতে কী তেলাওয়াত করছি তার দিকে মন দেই। তেলাওয়াতের মাখরাজের ঠিকঠাক হচ্ছে কিনা, যা পড়ছি তার অর্থ বুঝতে পারছি কিনা। অর্থাৎ সহিহভাবে বুঝে বুঝে তেলাওয়াত করছি কিনা এসব খেয়াল করতে থাকলে ইংশা আল্লাহ অন্যকিছু মাথায় আসার সুযোগ পাবে না।
তৃতীয়ত, এখান থেকে ওয়াসওয়াসা সিরিজ পুরোটা পড়া যেতে পারে মন দিয়ে। উপকারী হবে ইংশা আল্লাহ।
চতুর্থত, বিজ্ঞ আলেমদের পরামর্শ নিবেন। তাদের কাছে আরও ভাল পরামর্শ থাকতে পারে।
মন্তব্য করুন