Ruqyah Support BD

আমলে স্বাদ না পেলে কি করবেন?

আসসালামু আলাইকুম, আমি রেগুলার মাসনুন আমল করি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে বাদ যায় দুই এক বেলা তাও শুধু বাইরে থাকলে বা মেয়েদের বিশেষ সময়ে। ইদানিং আমার আমলে স্বাদ ছুটে যাওয়ায় আমি আমার গুনাহের লিস্ট খুজছিলাম। দিন দিন আমার আমলের স্বাদ না পাওয়া খুব কষ্ট দিচ্ছে। আর গত দুইদিন যাবত নামাজে দাড়ালেই দম বন্ধ হয়ে আসছে, বুক ধরফর করতেছে, নামাজ দীর্ঘ করলে হাত পা কাপছে। সিজদাহ্‌ দীর্ঘ করতে পারিনা, এখন নামাজ পড়ার কথা মনে হলেই কান্না আসে। আমার কি রুকইয়াহ রিলেটেড কোনও সমস্যা? তাহলে কিসের রুকইয়াহ করবো?
মেসেজবক্সে পাওয়া মেসেজ। আপনার জন্য পরামর্শ হলঃ
১। নজর হেফাজত হচ্ছে কিনা লক্ষ করুন।
২। গোপন গুনাহ হচ্ছে কিনা লক্ষ করুন।
৩। আমল করতে করতে একটা সময় এমন আসতে পারে, আমল করতে ভাল লাগে না, ইচ্ছা করে না। মূলত এটা একটা পরীক্ষা ইচ্ছা না করলেও, ভাল না লাগলেও আমরা আমল করি কিনা – সেই পরীক্ষা। এতে সবর করে উত্তীর্ন হতে হবে। তাহলেই আমার স্বাদ ফিরে আসবে।
৪। বাবা-মার সেবা করবেন। তাদের দুআ’ নিবেন।
৫। জ্বি, বদনজরের রুকইয়াহ করতে পারেন।
৬। মাসনুন আমল কোনও ভাবেই ভুলে যাবেন না। বাইরে গেলে (প্রয়োজনে) আরও গুরুত্ব দিয়ে মাসনুন আমল করবেন। আর হায়েজের সময়ও করবেন। গড়িমসি করে মাসনুন আমল বাদ দিবেন না। এর কোনও অজুহাত চলবে না। একদিনের গড়িমসি বছর বছর কষ্টের কারণ হতে পারে।

মন্তব্য করুন